ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ Erasmus Mundus Schoarship
Erasmus Mundus Schoarship/ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ:
Host country: European union ভুক্ত দেশ
md aheli jobayer , From germany :
বর্তমান বিশ্বে যে সকল scholarship গুলো অত্যন্ত্য attractive +উড়াধুড়া ও সম্মানজনক বলে consider করা হয় তার মাঝে অন্যতম হচ্ছে ‘ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ/ Erasmus Mundus Schoarship’।প্রতিবছর Europian commision হতে সারাবিশ্বের student দের জন্য এই scholarship প্রদান করা হয়ে থাকে। এই scholarship এর অধীনে ইউরোপের প্রায় সবগুলোদেশে নিজের পছন্দের subjec এ study করার সুযোগ রয়েছে। এই ‘ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ/Erasmus Mundus Schoarship’দেওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হল Erasmus Mundus Schoarship এর পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের student দের মাঝে সংস্কৃতির আদান-প্রদান, পড়াশোনার পাশাপাশি language , মানুষ ইত্যাদি সম্পর্কে জানতে পারা।
এছাড়া এই scholarship এর অন্যতম আকর্ষণ হচ্ছে scholarship এর টাকার পরিমান। Bangladesh এর মত তৃতীয় বিশ্বের দেশের student এই স্কলারশিপে ফ্রিতে মানে ০ টকায় সেই দেশে যাবার পাশাপাশি অনেক নাগরিক সুবিধা পেয়ে থাকে।
Erasmus Mundus Schoarship এর অধীনে যে সুবিধা পাবেনঃ
- Tution fee fee
- Travel alllownce হিসেবে এককালিন টাকা
- medical insuarance
- living allownce হিসেবে monthly স্টাইপেন্ড
- Accommodation free/Hostel free বাইরে থাকতে চাইলে তার জন্য এক্সট্রা টাকা ।
- ফ্রী airticket
- পড়া শুনা শেষে permanent Residency এর সুবিধা
- পার্ট টাইম কাজের অনুমতি
এই Erasmus Mundus Schoarship/ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ Action 1 ও Action 2 এর অধীনে প্রায় 150 টির মত বিষয়ে 200 টিরও অধিক university তে bachelor , masters , PHD করার সুযোগ রয়েছে। এই Erasmus Mundus Schoarship/ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ এর অধীনে সকল course আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় সাজানো। প্রতিটি masters কিংবা PHD প্রোগ্রামে থাকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে contact থাকে যার ফলে শিক্ষার্থীরা তার কোর্সের duration পছন্দ অনুযায়ী বিভিন্ন university তে পড়ার সুযোগ পায়।এক্ষেত্রে student কে minimum 2 টি শিক্ষাপ্রতিষ্ঠানে study করতে হয়।
yearly Bangladesh থেকে অনেক student এই Erasmus Mundus Schoarship/ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ পেয়ে ইউরোপে পড়তে যাচ্ছে। এই Erasmus Mundus Schoarship/ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ সর্বাধিক সংখ্যক scholarship দেওয়া হয় মূলত Action 1এর অধীনে। পরবর্তী বছরের september সেমিস্টারের জন্য সাধারণত october মাস থেকে December – january মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই Erasmus Mundus Schoarship/ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ জন্য apply করা যায়।তবে এক্ষেত্রে প্রতিটি subject ভিত্তিক প্রোগ্রামে আবেদন করার Deadline ও apply করার নুন্যতম যোগ্যতা ভিন্ন ভিন্ন থাকে।
বিজ্ঞপ্তিঃ
আমাদের Higher study বিষয়ক seminar এবং স্কলারশিপের সকল Information (slide ) Action 1এ শুধুমাত্র Masters ও PHD প্রোগ্রামে appply করা যায়। মনে রাখতে হবে, Mastersকোর্সে আবেদন করার ক্ষেত্রে সর্বাধিক ৩টি প্রোগ্রামে apply করা যায়। Action 1এর অধীনে আবেদন করার জন্য Details পাওয়া যাবে এই Official ওয়েবপেজটিতে http://eacea.ec.europa.eu/erasmus_…/programme/action1_en.php।
এছাড়া Action 2 এর অধীনে যে Program গুলো আছে সেখানে শুধুমাত্র Partner বিশ্ববিদ্যালয়ের এবং partner বিশ্ববিদ্যালয় যে দেশে অবস্থিত ঐ দেশের student রা apply করতে পারে যেখানে Bachelor , Masters ও PHD এর পাশাপাশি উচ্চতর Research করার সুযোগ রয়েছে। Action 2এর অধীনে আবেদন করার জন্য Details পাওয়া যাবে এই ওয়েবপেজটি থেকে http://eacea.ec.europa.eu/erasmus_…/programme/action2_en.php।
How to apply in Erasmus Mundus Schoarship/ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ:
- checkout application fee on official website of your targeted university
- upload all papers in website or email them
অল্প কিছু Program ছাড়া প্রায় সবগুলো প্রোগ্রামেই online apply করা যায়। আর apply করার জন্য সাধারনত কোন প্রকার fee দিতে হয়না। তবে এ বিষয়টি নিশ্চিত হবার জন্য আপনি যে university তে apply করবেন তার official webpage এ গিয়ে দেখতে পারেন। সাধারণত প্রয়োজনীয় Papers scan করে uplaod অথবা email করতে হয়। প্রতিটি প্রোগ্রামের webpage এ apply করার process , আবেদনকারীর নুন্যতম যোগ্যতা, apply করার Deadline দেওয়া থাকে। সাধারণত Masters এবং PHD প্রোগ্রামে apply করার জন্য Bachelor পরীক্ষার certificate , transcript এর পাশাপাশি প্রয়োজন হয় English ভাষা শিক্ষার স্কোর (IELTS/TOFEL অথবা সমমানের যোগ্যতা), জীবন বৃত্তান্ত (Curriculum Vitae), শিক্ষার্থীর পূর্ববর্তী পড়াশোনা বা কাজের সাথে সংশ্লিষ্ট ২ জন ব্যক্তির Recommendation Letter এবং ব্যক্তিগত Motivation Letter.
এছাড়া, শিক্ষার্থীর যদি দেশি Foreighn journal বা সেমিনারে প্রকাশিত Research paper যদি প্রকাশ হয়ে থাকে সেটি apply প্রক্রিয়ায় বিশেষভাবে অগ্রাধিকার পেয়ে থাকে। শিক্ষার্থীর যে বিষয়ে পড়তে চায় সে বিষয় সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও গুরুত্বের সাথে consideration করা হয়। Phd প্রোগ্রামের জন্য আলাদাভাবে Research Proposal বা প্রস্তাবিত Research paper জমা দিতে হয়। এই সকল papers স্ক্যান করে uplaod বা email করে পাঠাতে হবে। তবে, যে প্রোগ্রামগুলোতে সরাসরি কাগজপত্র চায়/ Hard copy সেখানে নির্দিস্ট Deadline এর মাঝে ডাকযোগে বা DSL এর মাধ্যমে পাঠাতে হবে। এই Erasmus Mundus Schoarship/ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ জন্য আলাদাভাবে কোন interview এর প্যারা নেই ।
আবেদন করতে কি কি লাগে?/ Documents needed to apply Erasmus Mundus Schoarship/ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ
- Bachelor/ masters পরীক্ষার certificate , transcript
- Curriculum Vitae
- IELTS/TOFEL। যদি IELTS/TOFEL স্কোর না থাকে সেক্ষেত্রে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা যদি ইংরেজিতে হয় তাহলে Medium of Instruction (MoI) সনদ দিয়ে আবেদন করা যেতে পারে।
- ২ জন ব্যক্তির Recommendation Letter
- Motivation Letter.
- research paper যদি থাকে ।
ইদানীং নতুন একটা Fact পাচ্ছি? অনেকেই ask করছে কে বা কারা বলে বেড়াচ্ছে Motivation Letter.apply নাকি Deadline শেষ হওয়ার আগে আগে করা ভাল, আগে আগে করলে নাকি selection এর সময় নাকি অগ্রাধিকার পাওয়া যায়। আমি applicant দের request করছি এসব কথায় কান না দিতে, সর্বশেষ সময়ের আগে আবেদন করলেই হবে…যদি তাই না হত তবে লিখা থাকত আগে জমা দিলে আগে পাবেন ভিত্তিতে( হকারি কথাবার্তায় কান দিবেন না)
একটা ছোট্ট example দিই, ধরা যাক একটি গুদাম ঘরে চাউলের বস্তা দিয়ে পূর্ণ করা হল, এর পর যদি কেউ ঐ ঘর থেকে এক বস্তা চাউল বের করতে চায় তাহলে সে কি করবে, must be তাকে গুদাম ঘরে ঢুকানো last বস্তাটিই প্রথমে বের করতে হবে, কিনা?”
আসলে আমরা জানিনা বাস্তবে কি ঘটে, Erasmus Mundus Schoarship/ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ.সম্পূর্ণ নিরপেক্ষ এবং একসাথে selection বোর্ডের member রা মিলিতভাবে বসে সব application যাচাই করেন, এমন নয় তাদের মনমত প্রথম 10 জন পেয়ে গেলে পরের application দেখা হবে না! selection বোর্ডের marking এর পরেই মেধাতালিকা তৈরি হয়, দয়া করে wrong ব্যাখ্যা এবং wrong information প্রদান না করার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
প্রয়োজনীয় কিছু পরামর্শ/ free advice:
১। pply কারীর ইংরেজি language শিক্ষার score (IELTS/TOFEL) অবশ্যই apply করার সময়সীমার মাঝে থাকতে হবে, এই certificate শুধুমাত্র scan copy পাঠালেই হবে, অফিসিয়ালভাবে IELTS/TOFEL থেকে পাঠানোর প্রয়োজন হবে না। যদি IELTS/TOFEL score না থাকে সেক্ষেত্রে Bachelor /Masters পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা যদি english হয় তাহলে Medium of Instruction (MoI) সনদ দিয়ে apply করা যেতে পারে। apply করার আগে পছন্দসই প্রোগ্রামের co-ordinator কে email করলে জেনে নেওয়া যাবে ঐ প্রোগ্রামে (MoI) দিয়ে apply accept হবে কিনা।
২। যদি IELTS/TOFEL score না থাকে সেক্ষেত্রে Bachelor /masters পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা যদি ইংরেজিতে হয় তাহলে Medium of Instruction (MoI) সনদ দিয়ে apply করা যেতে পারে। জন্য cv (Curriculum Vitae) EUROPASS Format ব্যবহার করাটা সুবিধাজনক। EUROPASS ফরমেট ডাউনলোড করা যাবে http://europass.cedefop.europa.eu/en/home থেকে।
৩। শিক্ষার্থীর পূর্ববর্তী college এর পরিচিত Teache বা কর্মস্থলের ঊর্ধ্বতনব্যক্তি থেকে Recommendation Letter নেওয়াটা ভাল। যদিও এক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই, পরিচিত যে কোন ব্যক্তির কাছ থেকে Recommendation Letter নেওয়া যেতে পারে।
৪। Erasmus Mundus Schoarship/ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ এর অন্যতম Important হিসেবে দেখা হয় Motivation Letterকে। Motivation Letter এ শিক্ষার্থীকে তার academic বা professional background , অভিজ্ঞতা, কেন সে ঐ পছন্দসই প্রোগ্রামে apply করতে আগ্রহী, ঐ প্রোগ্রামে অংশগ্রহন করলে নিজের country বা institute কিভাবে উপকৃত হবে, ভবিষ্যৎ Reasearch এর ইচ্ছা, ইত্যাদি উল্লেখ করতে হয়। সাধারণত 2-3 পাতার মধ্যে এটি সীমাবদ্ধ রাখতে হবে।
৫। Action 1এর অধীনে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য November থেকে February -মার্চ মাস apply করার জন্য সঠিক সময়। তাই, দেরী না করে প্রয়োজনীয় কাগজপ্রত্র প্রস্তুত করে যথাসময়ে apply সম্পন্ন করে রাখাই Best ।প্রতিবছর april -may মাসে Erasmus Mundus Schoarship/ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ এর Result Email করে জানিয়ে দেওয়া হয়। তবে, Action 2 এর জন্য apply Deadline Action 1থেকে ভিন্ন হয়ে থাকে।
Action 1 Masters ও PHD প্রোগ্রামের lsit ও WEblink পাওয়া যাবে নিম্নোক্ত ওয়েবপেজ থেকেঃ
http://eacea.ec.europa.eu/…/selected_projects_action_1_mast…
http://eacea.ec.europa.eu/…/selected_projects_action_1_join…
সতর্কতাঃ
Contact for any Help:
১) imo : 01762640156 ২) whatsapp : 01932384877 ৩) Wechat :
৪) Facebook Messenger ৫) facebook group ৬)facebook page
writer:
md md jubayer aaheli
B.s.c: university of Dhaka
M.S.c: Tsinghua University (china)
P.H.D : Technical University of Munich (Germany)
contacts:
কোন মন্তব্য নেই