scrooling text

RED ALLERT

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি
যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে
যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।
যেকোন তথ্যের জন্য ফ্রিতে আমার whatsapp বা Imo তে যোগাযোগ করুন।

Red allert about agency


এজেন্সি সম্পর্কে সতর্কতাঃ

   মনে রাখবেন এজেন্সি হল রক্তচোষা । এরা মানুষের রক্ত জল করা  টাকাকে  মনে করে তাদের ভোগের একমাত্র জিনিস। তাই এজেন্সিতে যাবার আগে ১০০ বার ভাবুন। তারা আপনার কষ্টার্জিত টাকা গুলো পিশাচের মত নিয়ে নিবে ।
অল্প টাকা নিলে সেটা সহনীয় কিন্তু যে স্কলারশীপ গুলো ফ্রিতে পাওয়া যায় সেটা তারা লাখ লাখ টাকা দাবি করে এটাই মুল সমস্যা।
কাজেই বার বার বলছি এজন্সি থেকে ১০০ মেইল দূরে থাকুন।


আমাদের গ্রুপের উদ্দেশ্যঃ

.................................................

১)যারা স্কলারশীপ নিয়ে বিদেশে আসতে চায় তাদের নিঃস্বার্থভাবে সহায়তা করা।

২) অ্যাজেন্সি নামক রক্তচোষদের হাত থেকে কাউকে রক্ষা করা।

৩) ভাষা শিখে বিদেশে স্কলারশীপ পেতে সহযোগিতা করা।

৪) বিদেশে গিয়ে কোন সমস্যার সুম্মুখীন হলে তাদের সহযোগিতা করা।

৫) যারা নিজে নিজে অ্যাপ্লাই করতে চায় তাদের  যতদুর সম্হেভব হেল্প করা।

৬) ভাল বিশ্ব বিদ্যালয় ও ভাল প্রফেসর পেতে সহায়তা করা।

৭) স্কলারশীপ এর সমস্ত আপডেট পেতে সহায়তা করা।


Contact for any Help:

ফ্রিতে যেকোন ধরনের সহযোগিতা ও হেল্প পেতে   আমাদের Contact us page হতে  আমাদের সাথে সরাসরি কথা  বলতে পারেন। আমরা সর্বদা আপনাদের সহযোগিতায় সাথে আছি। ধন্যবাদ












কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.