চায়না সরকারি স্কলারশীপ পেতে IELTS এর পাশাপাশি কি করনীয়
স্কলারশিপ এপলাই করার জন্য ইউনিভার্সিটি সিলেকশন করা খুব ই কঠিন | স্টাারশিপ টাইপ B-৩ টা ইউনিভার্সিটি এপলাই করা যাই | CSC টাইপ B ছাড়া অন্য যেসব স্কলারশিপ আছে সেগুলাতে যত ইচ্ছা ইউনিভার্সিটি এপলাই করতে পারবেন | CSC ছাড়া অন্য স্কলারশিপ গুলো হলো : ইউনিভার্সিটি স্কলারশিপ , প্রেসিডেনশিয়াল স্কলারশিপ, প্রভিন্চিয়াল স্কলারশিপ , স্পেশাল স্কলারশিপ , আরো অনেক টাইপ আছে | তাই IELTS প্রিপারেশন এর পাশাপাশি যে কাজ গুলো আপনি করবেন :
1. কোন কোন ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্ট আছে ?
2. ইংলিশ ই সাবজেক্ট আছে কিনা ?
3. এপ্লিকেশন প্রসেস কি ?
4. IELTS লাগবে কি না?
5. supervisor এর acceptance লাগবে কি না?
6. এপ্লিকেশন ফিস আছে কি না ?
7. Hardcopy সেন্ড করতে হবে কি না?
8. ইউনিভার্সিটি ranking কেমন ?
9. ইউনিভার্সিটি কেমন কবে ?
সেগুলা নিজ দায়িত্বে খুঁজে বের করবেন | এর নিজে নিজে স্কলারশিপ এপলাই করতে গেলে সময় দিতে হবে | নিজে নিজে ইনফরমেশন গুলো বের করতে হবে |
নিজে বসে থেকে কাউকে আস্ক করবেন না যে :
1. অমুক সাবজেক্ট কন কন ইউনিভার্সিটি আছে please লিস্ট টা দেন ?
2. কোন কোন ইউনিভার্সিটিতে এপ্লিকেশন ফিস নাই ?
3. কন ইউনিভার্সিটিতে হার্ড কপি সেন্ড করতে হবে না ?
4. ইউনিভার্সিটি ranking কেমন ?
গুগল এন্ড CSC ওয়েবসাইট সব ইনফরমেশন দেয়া আছে | কোনো প্রশ্ন করার আগে ফেইসবুক গ্রূপ এর ফাইল সেকশন এ অনেক ফাইল দেয়া আছে , অগুলা ভালো করে পরেন | csc ওয়েবসাইট আছে ,সেটা ভালো করে ভিসিট করেন | আমার একটা ইউটুব চ্যানেল আছে , সেখানে অনেক ভিডিও দেয়া আছে | আগে এই কাজ গুলা করেন , তারপর কিছু জিনিস না বুজলে প্রশ্ন করেন |
10. Google: www.google.com
11. CSC: www.csc.edu.cn

কোন মন্তব্য নেই