scrooling text

RED ALLERT

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি
যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে
যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।
যেকোন তথ্যের জন্য ফ্রিতে আমার whatsapp বা Imo তে যোগাযোগ করুন।

চায়না সরকারি স্কলারশীপ পেতে IELTS এর পাশাপাশি কি করনীয়

 স্কলারশিপ এপলাই করার জন্য ইউনিভার্সিটি সিলেকশন করা খুব ই কঠিন | স্টাারশিপ টাইপ B-৩ টা ইউনিভার্সিটি এপলাই করা যাই | CSC টাইপ B ছাড়া অন্য যেসব স্কলারশিপ আছে সেগুলাতে যত ইচ্ছা ইউনিভার্সিটি এপলাই করতে পারবেন | CSC ছাড়া অন্য স্কলারশিপ গুলো হলো : ইউনিভার্সিটি স্কলারশিপ , প্রেসিডেনশিয়াল স্কলারশিপ, প্রভিন্চিয়াল স্কলারশিপ , স্পেশাল স্কলারশিপ , আরো অনেক টাইপ আছে | তাই IELTS প্রিপারেশন এর পাশাপাশি যে কাজ গুলো আপনি করবেন :

1. কোন কোন ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্ট আছে ?
2. ইংলিশ ই সাবজেক্ট আছে কিনা ?
3. এপ্লিকেশন প্রসেস কি ?
4. IELTS লাগবে কি না?
5. supervisor এর acceptance লাগবে কি না?
6. এপ্লিকেশন ফিস আছে কি না ?
7. Hardcopy সেন্ড করতে হবে কি না?
8. ইউনিভার্সিটি ranking কেমন ?
9. ইউনিভার্সিটি কেমন কবে ?
সেগুলা নিজ দায়িত্বে খুঁজে বের করবেন | এর নিজে নিজে স্কলারশিপ এপলাই করতে গেলে সময় দিতে হবে | নিজে নিজে ইনফরমেশন গুলো বের করতে হবে |
নিজে বসে থেকে কাউকে আস্ক করবেন না যে :
1. অমুক সাবজেক্ট কন কন ইউনিভার্সিটি আছে please লিস্ট টা দেন ?
2. কোন কোন ইউনিভার্সিটিতে এপ্লিকেশন ফিস নাই ?
3. কন ইউনিভার্সিটিতে হার্ড কপি সেন্ড করতে হবে না ?
4. ইউনিভার্সিটি ranking কেমন ?
গুগল এন্ড CSC ওয়েবসাইট সব ইনফরমেশন দেয়া আছে | কোনো প্রশ্ন করার আগে ফেইসবুক গ্রূপ এর ফাইল সেকশন এ অনেক ফাইল দেয়া আছে , অগুলা ভালো করে পরেন | csc ওয়েবসাইট আছে ,সেটা ভালো করে ভিসিট করেন | আমার একটা ইউটুব চ্যানেল আছে , সেখানে অনেক ভিডিও দেয়া আছে | আগে এই কাজ গুলা করেন , তারপর কিছু জিনিস না বুজলে প্রশ্ন করেন |
10. Google: www.google.com
চায়না সরকারি  স্কলারশীপ



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.