scrooling text

RED ALLERT

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি
যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে
যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।
যেকোন তথ্যের জন্য ফ্রিতে আমার whatsapp বা Imo তে যোগাযোগ করুন।

অস্ট্রেলিয়াতে সরকারী স্কলারশিপ নিয়ে মাস্টার্স ( AusTralia government scholarship for bangladeshi students)

অস্ট্রেলিয়াতে সরকারী স্কলারশিপ

Australia Awards Scholarship এর  আওতায় প্রায় প্রতিবছর  অস্ট্রেলিয়ায় মাস্টার্স পড়ার জন্য জন্য বাংলাদেশী সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশের শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয়া হয়ে থাকে ।  অস্ট্রেলিয়া সরকার সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে ।  এর  একমাত্র উদ্দেশ্য পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে । নির্বাচিত শিক্ষার্থী দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ে .....................।
  • মাস্টার্স 
  • PHD
কোর্স পড়তে পারবে। মেধার ভিত্তিতে শিক্ষার্থীর যাবতীয় খরচ কর্তৃপক্ষ বহন করবে অর্থাৎ ০ টকায় স্কলারশীপ ।  এটা   সাধারনত প্রতি বছরের  মার্চ থেকে  ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে ।
বিস্তারিত জানতে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন তাহলে সার্কুলার হলে আমরা জানিয়ে দিব


​উল্লেখ্য  আবেদনের ক্ষেত্রে পুর্ন আগ্রাধিকার পাবে।
  • বিসিএস কর্মকর্তা, 
  • বাংলাদেশ ব্যাংক, 
  • জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা,
  •  এনজিও, প্রাইভেট সেক্টরে কর্মরত, 
  • গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা 
  • কালচারাল ইন্সটিটিউশন, একাডেমিয়া, মিডিয়া এবং Enterpreneur বা উদ্যোক্তারা
  • ব্রাক এবং আইসিসিডিআর এর কর্মকর্তা রা
এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।   সিলেকটেড আবেদনকারীদের মধ্যে অন্তত ৫০% নারী আবেদনকারী রাখা হবে অর্থাৎ নারিরা এখানে এগিয়ে থাকবে ।   আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। 
যে বিষয় গুলোতে আবেদন করা যাবে-
  1. Security Studies related subject
  • Cyber Security system relataed
  • Counter-Terrorism related subject
  • Police Studies & Intelligence related subject

2) infrustructure Science and Engineering subject
  • Engineering & Technology related subject (civil , electrical, mechanical , power etc)
  • Information Technology related subject
  • Transport & Infrastructure related subject
 3) Trade Industry related subject
  • Tourism, Art & Culture   related subject
  • Financial Planning & Management related subject
  • International Trade & Business related subject
  4) Blue Economy  related subject
  • Fisheries & Aquaculture related subject
  • Marine Studies related subject 
  • Seaports & Shipping  related subject
  • Engineering  related subject

    5)Public Policy  Economics and ​Governance related subject
  • Public Policy & Administration Public related subject
  • Finance & Economics related subject
  • Governance related subject
  • Power, Energy & Mineral Resources related subject
  • Human Rights & International Relations  related subject

  6)Development, Environment, Sustainability  related subject
  • Climate Change & Disaster Risk Reduction related subject
  • Environment Sustainability & Development related subject
  • Emergency & Humanitarian Response Management related subject
  • Water Resources Management  related subject
  • Agriculture  related subject

কোর্স লেভেল:
 Normally  
  • মাস্টার্স 
  • অনেক বিশ্ববিদ্যালয় পি এইচ ডি এর জন্য দিয়ে থাকে ।
  অনলাইনে সার্চ করে দেখে নিতে হবে ।

কি কি সুবিধা পাবেন এই স্কলারশীপ পেতে
  • রাউন্ড ট্রিপ এয়ার-টিকেট
  • পৌছানোর পর এস্টাব্লিশমেন্ট ভাতা
  • লিভিং এক্সপেন্সেস 
  • সকল টিউশন ফি
  • অভ্যন্তরীণ যাতায়াত ভাতা
  • স্বাস্থ্য ভাতা
এ ছাড়া নাগরিক জীবনে সাধারণত প্রয়োজনীয় সকল সুবিধা এ স্কলারশীপের অন্তর্ভুক্ত। 
এককথা সব কিছুই ফ্রিতে । আপনার বাসা থেকে ১ টাকাও নিতে হবে না । বরং তাদের টাকা থেকে কিছু টাকা বাসায় দিতে পারবেন। আর পার্ট টাইম জব করলে তো অনেক ইনকাম করতে পারবেন যা আপনার কল্পনার বাইরে

ভাষাগত যোগ্যতা: 

আগ্রহী শিক্ষার্থীকে 
  • আইএলটিএস অথবা টোফেল পরীক্ষায় পাস  হতে হবে। আইএলটিএস এর ক্ষেত্রে ন্যুনতম ৬.৫ স্কোর হলে চলবে । টোফেল পরীক্ষায় ন্যুনতম ৫৮০ স্কোর অর্জন করতে হবে। 
  • তবে নারী, ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আবেদনকারীদের ক্ষেত্রে Ielts  স্কোর ৬.০ হলেই হবে। 
আপনি টানা ৬ মাস ভালভাবে পড়লে IELTS ৬.৫ থেকে ৭.৫ আনায়াসে পাওয়া সম্ভব।

অন্যান্য যোগ্যতা:

  • আগ্রহী শিক্ষার্থীর মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য সাধারণত প্রয়োজনীয় সকল যোগ্যতা থাকতে হবে।
  • তৃতীয় বিভাগ ফলাফল গ্রহণযোগ্য হবে না।
  • জানুয়ারী ২০২০ তে আবেদনকারী প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর পূর্ণ হতে হবে।
  • বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। 
  • অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের নাগরিকের সাথে বিবাহ/এনগেজড হওয়া যাবে না।
  • সেনা কর্মকর্তা আবেদন করতে পারবে না।
  • অস্ট্রেলিয়ার নাগরিক অথবা অস্ট্রেলিয়ায় বসবাসের জন্য ভিসা আবেদন করেছে এমন কেউ আবেদন করতে পারবে না।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে  ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • আবেদনকারীকে আবেদনের সাথে "Development Impact Plan" সাবমিট করতে হবে 

নির্বাচন প্রক্রিয়া: 

আগ্রহী শিক্ষার্থীকে 
  • প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই করার পর প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে ।
  • এরপর সীমিত সংখ্যক শিক্ষার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। 
  • মৌখিক ও লিখিত পরীক্ষার পর চুড়ান্তভাবে নির্বাচন করা হবে।
অনলাইনে আবেদন করতে হবে এখানে ।  আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। 

আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল  পর্যন্ত হয়ে থাকে। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা চেক করে নিতে হবে।
সকল সার্কুলার এর আপডেট জানতে আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন। নিচে আমাদের গ্রুপ লিঙ্ক দেয়া আছে।

=================================================================

Contact for any Help: আমাদের সাথে সরাসরি যোগাযোগ ও ফ্রি পরামর্শ পেতে সরাসরি যোগাযোগ করূণ

১)   imo : +8801762640156           ২) whatsapp : +8801932384877                     ৩)  Wechat : Shazzat24

৪) facebook group                                ৫)   facebook page 

==================================================================


contact us

যেকোন তথ্যের জন্য ফ্রিতে যোগাযোগ করুন। ভয় নেই কোন টাকার দরকার নেই। আর পারলে consultancy ও চিটার , বাটপার , রক্তচোষা  পোলাপান থেকে দূরে থাকুন।

Contact us

Author  and writer:

মোঃ সাজ্জাত হোসেন 

Diploma: Textile Engineering Institute , Dinajpur 

B.S.C Engineering: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত BTEC

M.S.C:    QingDao university (china)

P.H.D:  QingDao university ( future plan)

Contact for any Help:

১) imo : 01762640156           ২) Facebook Messenger       ৩) whatsapp : 01932384877

৪) Wechat :                          ৫) facebook group                   ৬)facebook page 

 ৭) youtube channel 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.