স্কলারশিপ প্রতারনা থেকে বাচতে এই পোষ্ট টি পড়ুন
আমি বর্তমানে চায়না qingdao university তে মাস্টারস প্রগ্রামে আছি। এই লকডাউনে ভাবলাম দেশের ছেলেদের জন্য কিছু ভাল কাজ করি। কারন বাংলাদেশি ভাই আর এজেন্টরা এত পরিমান খারাপ যে তারা মানুষ্রুপী হায়েনা । বিভিন্ন দেশে স্কলারশীপের নাম করে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। আসলে পৃথিবীর কোন দেশেই স্কলারশীপ পাইতে কোন টাকা লাগে না ।
যদি আমাকে কেউ প্রশ্ন করেন স্কলারশিপ পাইতে কত টাকা লাগে তাহলে আমি উচ্চস্বরে বলব ০ টাকা।
কাজেই যারা এই গ্রুপেরর সম্মানিত ছোট ভাইরা স্কলারশীপ নিয়ে বাইরে আসার চিন্তা করছ তার প্লিজ কোন এজেন্ট বা কথিত পরিচিত চামার ভাই কিংবা কোন বাটপার এর কবলে পড়বেন না ।
এবার আসল কথায় আসি স্কলারশীপ এর খুব সংক্ষিপ্ত বর্ননা দেই। আসলে এইগুলো আমি প্রশ্ন আকারে দিলাম ।
>>>স্কলারশীপ পাইতে কত টাকা লাগে?
> স্কলারশীপ পাইতে কোন টাকা লাগে না বরং আপনি স্কলারশীপ পেলে আপনাকে বিমানের টিকেট এর খরচ সহ দিয়ে আপনাকে সসম্মানে উক্ত দেশে রাজকীয় অতিথি হিসেব নিয়ে যায়। আর বেশীর ভাগ স্কলারশীপ ফুল ফান্ডেড হয়ে থাকে । ফুল ফান্ডেড বলতে সম্পুর্ন বিনা খরচে পড়াশুনা । আর প্রায় সকল স্কলারশীপে স্টাইপেন্ড দেয় যাতে খাওয়াদাওয়া ও অন্যান্য খরচ করে ছাত্ররা চলতে পারে।
অনেক স্কলারশীপ আছে যাতে এত পরিমান স্টাইপেন্ড দেয় যে আপনি বসে বসে পড়াশুনা করে দেশে মোটা টাকা পাঠাতে পারবেন।
>>>কোন কোন দেশ টেক্সটাইল প্রগ্রামের স্কলারশীপ দিয়ে থাকে
>
১/ জার্মানি
২/ স্পেন
৩)চায়না
৪)সুইডেন
৫) তুর্কি
৬) যুক্ত্ররাজ্য ইত্যাদি
এছাড়াও অনেক দেশে টেক্সটাইল প্রগ্রামে স্কলারশীপ দিয়ে থাকে।
একটু কষ্ট করে গুগলে করলে পেয়ে যাবেন?
উক্ত পোষ্ট টি ভাল লাগলে আর ছোট ভাইরা interested থাকলে আমি পরবর্তীতে আবার পোষ্ট দিব।
ইনশাল্লাহ সবাই ভাল থাকবেন।
=================================================================
Contact for any Help: আমাদের সাথে সরাসরি যোগাযোগ ও ফ্রি পরামর্শ পেতে সরাসরি যোগাযোগ করূণ
১) imo : +8801762640156 ২) whatsapp : +8801932384877 ৩) Wechat : Shazzat24
৪) facebook group ৫) facebook page
==================================================================
ji
উত্তরমুছুন