গ্লোবাল কোরিয়া সরকারি স্কলারশিপ এর পরিপুর্ন গাইডলাইন (ইউনিভার্সিটি ট্র্যাক+ এম্বাসি ট্রাক ))
Global Korea government scholarship (Gkgs) গ্লোবাল কোরিয়া সরকারি স্কলারশিপ
Global Korea scholarship through university track And embassy track
writer: samim haider, Kyung Hee University, Korea:
এবার embassy ট্র্যাকে 146 টি দেশের 480 জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে selection করা হবে। অন্যদিকে university ট্র্যাকে 77 টি দেশের 330 জন শিক্ষার্থীকে এই scholarship টি দেয়া হবে। বাংলাদেশের name দুটো ট্র্যাকেরই মনোনীত দেশের নামের তালিকায় রয়েছে। আমাদের দেশ থেকে এবার Embassy ট্র্যাকে 5 জন এবং university ট্র্যাকে 9 জনকে total 14 জনকে Global korea Governments scholarship (KGSP ২০২১ দেয়া হবে
এই স্কলারশিপের আওতায় যা যা পাবেন- / facility / coverage
১। tution fee free
২। monthly stipend 900000 won মানে বাংলাদেশি মূদ্রায় ৬৭,০০০ টাকা প্রায় । এ থেকে সেখানে খাবারের জন্য খরচ হবে ১৫০০০ বা ২০০০০ টাকা । আর বাইরে বাসা ভাড়া নিয়ে থাকলে খরচ হবে ১০ থেকে ১৫ হাজার টাকা আর বাকি টাকা চাইলে সেফ বা বাসায় দিতে পারবেন।
৩। Air ticket (রাউন্ড ট্রিপ) ফ্রি মানে বিমানে বছরে ১ বার যাওয়া আসার জন্য টাকা পাবেন বা ফ্রিতে আপনাকে বিমানের টিকেট কেটে দিবে।
৪। এক বছর মেয়াদী ফ্রি Korean language program
১। tution fee free
২। monthly stipend 900000 won মানে বাংলাদেশি মূদ্রায় ৬৭,০০০ টাকা প্রায় । এ থেকে সেখানে খাবারের জন্য খরচ হবে ১৫০০০ বা ২০০০০ টাকা । আর বাইরে বাসা ভাড়া নিয়ে থাকলে খরচ হবে ১০ থেকে ১৫ হাজার টাকা আর বাকি টাকা চাইলে সেফ বা বাসায় দিতে পারবেন।
৩। Air ticket (রাউন্ড ট্রিপ) ফ্রি মানে বিমানে বছরে ১ বার যাওয়া আসার জন্য টাকা পাবেন বা ফ্রিতে আপনাকে বিমানের টিকেট কেটে দিবে।
৪। এক বছর মেয়াদী ফ্রি Korean language program
৫।medical insurance fee সম্পূর্ণ ফ্রি . মানে আপনি অসুস্থ্য হলে চিকিৎসা খরচ তারা বহন করবে।
আবেদনের যোগ্যতা/ elligibility
১। Cgpa স্কেল 4 এ অন্তত 2.64 বা 80 শতাংশ mark থাকতে হবে
২। 31 আগস্ট এর মধ্যে bachelor বা masters শেষ করতে হবে
৩। 1 september 2021 তে বয়স 40 এর বেশি হতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের professor দের ক্ষেত্রে বয়স 45 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।
৪। korean বা english ভাষায় দক্ষ আবেদনকারী অগ্রাধিকার পাবে।
apply করতে যে Documents গুলো জমা দিতে হবে-
১। aoolication form 1 (ফরম-১)
২। personal statements form (ফরম- ২)
৩। statement of purpose form (ফরম-৩)
৪। দুটি recommendation letter (ফরম-৫)
৫। applicant এগ্রিমেন্ট (ফরম-৭)
৬। Personal medical এসেসমেন্ট (ফরম-৮)
৭। academic transcript
৮। একাডেমিক certificate
৯। আবেদন কারীর নিজের এবং তার বাবা-মার Residency প্রমানের document (যেমন-NID , পাসপোর্ট, ইংরেজি জন্মসনদ)
১০। আইইএলটিএস / TOPIK/ Publication ইত্যাদি (যদি থাকে)
উপরোক্ত Form গুলো এখানে পাবেন। Form গুলো পূরণে প্রযোজনীয় guideline পেতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন।
Embassy Track এর ক্ষেত্রে এইসবগুলো এক সেট main কপি এবং 3 set photocopy জমা দিতে হবে। university ট্র্যাকে শুধু এক সেট main আবেদন copy জমা দিতে হবে। academic ট্রান্সক্রিপ্ট ও academic সার্টিফিকেট এর Notary copy দিতে হবে। SSC, HSC ট্রান্সক্রিপ্ট, certificate লাগবে না। কোনো document ফেরত দেয়া হবে না। প্রতিটি ডকুমেন্টের উপরে ডানপাশে কোণায়, ছোট সাদা Levelling কাগজ দিয়ে levellingকরতে হবে।
এমব্যাসি ট্র্যাকের জন্য আবেদন জমা দিতে হবে এই ঠিকানায়-
Embassy of the Republic of Korea
4 Madani Avenue Baridhara,
Dhaka-1212, Bangladesh
এমব্যাসি ট্র্যাকে আবেদন জমা দেয়ার শেষ সময় ৬ মার্চ ২০২১। সিলেকটেড আবেদনকারীদের ১১ মার্চে ইন্টারভিউ নেয়া হবে। যা
university ট্র্যাকে আবেদন করলে আবেদন copy direct বিশ্ববিদ্যালয়ের admissin অফিসে পাঠাতে হবে। আবেদনের Deadline বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন। তাই university ট্র্যাকের জন্য আপনি যে বিশ্ববিদ্যালয়ে apply করবেন সে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে deadline পাবেন।
আবেদনের যোগ্যতা/ elligibility
১। Cgpa স্কেল 4 এ অন্তত 2.64 বা 80 শতাংশ mark থাকতে হবে
২। 31 আগস্ট এর মধ্যে bachelor বা masters শেষ করতে হবে
৩। 1 september 2021 তে বয়স 40 এর বেশি হতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের professor দের ক্ষেত্রে বয়স 45 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।
৪। korean বা english ভাষায় দক্ষ আবেদনকারী অগ্রাধিকার পাবে।
apply করতে যে Documents গুলো জমা দিতে হবে-
১। aoolication form 1 (ফরম-১)
২। personal statements form (ফরম- ২)
৩। statement of purpose form (ফরম-৩)
৪। দুটি recommendation letter (ফরম-৫)
৫। applicant এগ্রিমেন্ট (ফরম-৭)
৬। Personal medical এসেসমেন্ট (ফরম-৮)
৭। academic transcript
৮। একাডেমিক certificate
৯। আবেদন কারীর নিজের এবং তার বাবা-মার Residency প্রমানের document (যেমন-NID , পাসপোর্ট, ইংরেজি জন্মসনদ)
১০। আইইএলটিএস / TOPIK/ Publication ইত্যাদি (যদি থাকে)
উপরোক্ত Form গুলো এখানে পাবেন। Form গুলো পূরণে প্রযোজনীয় guideline পেতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন।
এমব্যাসি ট্র্যাকের জন্য আবেদন জমা দিতে হবে এই ঠিকানায়-
Embassy of the Republic of Korea
4 Madani Avenue Baridhara,
Dhaka-1212, Bangladesh
এমব্যাসি ট্র্যাকে আবেদন জমা দেয়ার শেষ সময় ৬ মার্চ ২০২১। সিলেকটেড আবেদনকারীদের ১১ মার্চে ইন্টারভিউ নেয়া হবে। যা
university ট্র্যাকে আবেদন করলে আবেদন copy direct বিশ্ববিদ্যালয়ের admissin অফিসে পাঠাতে হবে। আবেদনের Deadline বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন। তাই university ট্র্যাকের জন্য আপনি যে বিশ্ববিদ্যালয়ে apply করবেন সে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে deadline পাবেন।
গুরুত্বপুর্ন কথাঃ
Global korea scholarship (GKS) এর আওতায় মুলত অনেক Competition .তাই কোরিয়াতে সত্যি পড়তে যেতে চাইলে দয়া করে এই স্কলারশীপের আশায় না থেকে professor scholarship এর জন্য চেষ্টা করুন।
কারন কোরিয়াতে যারা পড়তে আসে তাদের ৯০ % প্রফেসর scholarship এ আসে।
- professor scholarhip: এই স্ক্লারশীপ পাইতে হলে university এর website visit করে প্রফেসরদের মেইল করুন । তারা দ্রুতই রিপালি দিবে। এরপর তাদের নির্দেশনা অনুযায়ী অ্যাপ্লাই করুন
- এই স্ক্লারশিপের আওতায় Global korea scholarship (GKS) এর চেয়ে বেশী সুবিধা পাবার সম্ভাবনা থাকে যদি আপনি প্রফেসরের কাছে নিজেকে প্রমান করতে পারেন।
- কাজেই প্রফেসর স্কলারশিপের জন্য লেগে পড়ুন । আবার বলি ৯০% ছাত্র এই স্কলারশীপে কোরিয়াতে পরতে আসে
embassy ট্র্যাকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যাবে সেগুলো হলো-
Ajou University
Gyeongsang National University
Konkuk University
Seoul National Uni. of Science and Tech
Andong National University
Hallym University
KONYANG University
Silla University
Busan University of Foreign Studies
Handong Global University
Kookmin University
Sogang University
Chonbuk National University
Hankuk University of Foreign Studies
Korea Polytechnic University
Sookmyung Women's University
Chonnam National University
Hannam University
Korea University
Soonchunhyang University
Chosun University
Hanseo University
Kumoh National Institute of Tech
Soongsil University
Chung-Ang University
Hanyang University
Kyung Hee University
Sungkyunkwan University
Chungbuk National University
Hoseo University
Kyungpook National University
Sunmoon University
Chungnam National University
Incheon National University
Kyungsung University
Ulsan National Institute of Science and Tech
Daegu University
INHA University
Myongji University
University of Seoul
DaeJeon University
Inje University
Namseoul University
University of Ulsan
Dankook University
Jeju National University
Pai Chai University
Woosuk University
Dong-A University
Jeonju University
Pukyong National University
Yeungnam University
Dongguk University, (Gyeongju)
KAIST
Pusan National University
Yonsei University
Dongguk University, (Seoul)
Kangwon National University
Sangmyung University
Dongseo University
Keimyung University
Semyung University
Ewha Womans University
Kongju National University
Seoul National University
university ট্র্যাকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যাবে সেগুলো হলো-
Andong National University
Busan University of Foreign Studies
Chonbuk National University
Chonnam National University
Chosun University
Chungbuk National University
Chungnam National University
Daegu University
DaeJeon University
Dong-A University
Dongguk University, Gyeongju
Dongseo University
Gyeongsang National University
Hallym University
Handong Global University
Hannam University
Hanseo University
Hoseo University
Inje University
Jeju National University
Jeonju University
Kangwon National University
Keimyung University
Kongju National University
KONYANG University
Kumoh National Institute of Tech
Kyungpook National University
Kyungsung University
Namseoul University
Pai Chai University
Pukyong National University
Pusan National University
Semyung University
Silla University
Soonchunhyang University
Sunmoon University
University of Ulsan
Woosuk University
Yeungnam University
Andong National University
Busan University of Foreign Studies
Chonbuk National University
Chonnam National University
Chosun University
Chungbuk National University
Chungnam National University
Daegu University
DaeJeon University
Dong-A University
Dongguk University, Gyeongju
Dongseo University
Gyeongsang National University
Hallym University
Handong Global University
Hannam University
Hanseo University
Hoseo University
Inje University
Jeju National University
Jeonju University
Kangwon National University
Keimyung University
Kongju National University
KONYANG University
Kumoh National Institute of Tech
Kyungpook National University
Kyungsung University
Namseoul University
Pai Chai University
Pukyong National University
Pusan National University
Semyung University
Silla University
Soonchunhyang University
Sunmoon University
University of Ulsan
Woosuk University
Yeungnam University
সতর্কতাঃ
মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।
যেকোন তথ্যের জন্য ফ্রিতে যোগাযোগ করুন। ভয় নেই কোন টাকার দরকার নেই। আর পারলে consultancy ও চিটার , বাটপার , রক্তচোষা পোলাপান থেকে দূরে থাকুন।
Contact us
Author and writer:
Samim haider
B.S.C Engineering: Pabna Textile Engineering college
M.S.C: Kyung Hee University, Korea
P.H.D: Kyung Hee University, Korea
Contact for any Help:
১) imo : 01762640156 ২) Facebook Messenger ৩) whatsapp : 01932384877
৪) Wechat : ৫) facebook group ৬)facebook page
৭) youtube channel
কোন মন্তব্য নেই