china government scholarship_চায়নাতে লাখ লাখ টাকার স্কলারশিপ ফ্রিতে
china government scholarship _ চায়নাতে লাখ লাখ টাকার স্কলারশিপ সবকিছু তো ফ্রি আছেই সাথে চাকরির মত টাকাও দিবে।
চায়নাতে স্কলারশীপ( chineese government scholarship) এর বিস্তারিত অ খুটিনাটিঃ
পরিশ্রমী ও বীরের জাতি হিসেবে বাঙালি জাতির সুনাম বিশ্বব্যাপী। মেধা, পরিশ্রম আর দক্ষতা দিয়ে স্ব স্ব ক্ষেত্রে রাখছে অনন্য অবদান। সেই সঙ্গে যখন যোগ হচ্ছে উচ্চশিক্ষা তখন সে অবদান গণ্ডি ছাপিয়ে দেশকে পরিচিত করছে বিশ্বব্যাপী। সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধ একটি দেশ। বিশ্বে প্রচলিত প্রায় সব বিষয়েই পড়ার সুযোগ রয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে। এশিয়ার এই দেশটিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রয়েছে পড়াশোনার অনেক সুযোগ।
সিঙ্গাপুরে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি ছাড়াও বিভিন্ন ডিপ্লোমা কোর্সের জন্য আপনি আবেদন করতে পারেন। ব্যাচেলর ডিগ্রির জন্য সাধারণত তিন থেকে পাঁচ বছর ফুলটাইম পড়াশোনা করতে হয়। মাস্টার ডিগ্রির জন্য সাধারণত এক থেকে তিন বছর ও ডক্টরাল ডিগ্রির জন্য সাধারণত দুই থেকে পাঁচ বছরের ফুল টাইম স্টাডির প্রয়োজন হয়। সিঙ্গাপুরে অনেক খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে, তবে সীমিত আকারে। খণ্ডকালীন কাজের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হতে পারে।
সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল নগরী আর তাই বৃত্তি নিয়ে পড়াশোনা করতে না এলে খরচ জোগাতে হিমশিম খাওয়াই স্বাভাবিক। তবে আজ অন্য একটি উপায় বাতলে দেবার চেষ্টা করব।
সিঙ্গাপুরে বিশ্বের খ্যাতনামা অনেক বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে। সেই সঙ্গে রয়েছে সান্ধ্যকালীন ক্লাস। এ সকল ক্লাসের জন্য উপস্থিতির ক্ষেত্রেও দেওয়া হয় শিথিলতা। ফি প্রদানের ক্ষেত্রেও থাকে কিস্তিতে প্রদানের সুব্যবস্থা। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ব্যাংকের চুক্তির জন্য ক্ষেত্রভেদে নামমাত্র সুদে থাকে ঋণের ব্যবস্থাও। তবে এ জন্য যে কাজটি জরুরি তা হলো এ দেশে অবস্থান। অনেক বিশ্ববিদ্যালয় দিচ্ছে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ। তার মানে সিঙ্গাপুরের পড়াশোনা শুরু করে শেষ করা যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে। সিঙ্গাপুরের কর্মক্ষেত্রের ভাষা ইংরেজি। তাই বেশির ভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে আলাদা করে আইইএলটিএস বা টোফেল টেস্টের দরকার পড়ছে না।
এ সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশি অনেকেই তাদের শিক্ষাগত যোগ্যতাকে বাড়িয়ে নিচ্ছে ক্রমাগত। পরীক্ষার ফলাফলে ছাপিয়ে যাচ্ছে অন্য দেশীয়দের (সিঙ্গাপুরিয়ানসহ)। স্কুলগুলো স্থানীয় কিছু এজেন্টের মাধ্যমে শিক্ষার্থী সংগ্রহ করে। স্কুল ভর্তি হতে ও ভর্তি পরবর্তী সহায়তায় এগিয়ে আসে। অবশ্য এ জন্য লাগবে সংকল্পবোধ ও ছাড় দেবার মানসিকতা। ইচ্ছা আর চেষ্টায় অনেক কিছুই সম্ভব। সেই সঙ্গে পড়াশোনার এ সুযোগ অনেকর জন্যই উন্মোচন করছে ক্যারিয়ারের নয়া দিগন্ত। সিঙ্গাপুরের বেড়ে উঠছে আর একটি ভিন্ন বাঙালি জাতি। হয়তো আর একটু সুযোগের অপেক্ষা মাত্র। বিশ্ব দেখবে আর একটি ভিন্ন ভোর, যার আলোকচ্ছটায় উদ্ভাসিত হবে চারদিক।
d shazzat hossain, Qingdao, china থেকেঃ প্রথমত, চাইনিজ গভঃ স্কলারশিপ (সিজিএস) হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চীন সরকারের দেয়া স্কলারশিপ, যার শুরু থেকে শেষ পর্যন্ত দেখভাল করে থাকে চাইনিজ স্কলারশিপ কাউন্সিল (সিএসসি)। লোকমুখে তাই স্কলারশিপটির নামই হয়ে গেছে সিএসসি স্কলারশিপ।
এই স্কলারশিপে আবেদন করার উপায় হচ্ছে,
**চায়না যে সকল প্রোগামের জন্য স্কলারশীপ দিয়ে থাকে তা হল:**
* ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
* বি এস সি ইঞ্জিনিয়ারিং
* মাষ্টারস প্রোগ্রাম
* পিএইচডি প্রোগ্রাম
* পোস্ট পিএইচডি
* চাইনিজ ভাষা শিক্ষা
## >>>আপনি কিভাবে আবেদন করবেন
## >১/ ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারেন।
আপনি সরাসরি চায়না দূতাবাসে গিয়ে তাদের নিকট থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে পারেন। তবে সরাসরি দূতাবাস থেকে আবেদন করলে প্রথমবার স্কলারশীপ না পেলে দ্বিতীয়বার অনেক ঝামেলা পোহাতে হয়।
২) যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মাধ্যমে এটা সবথেকে নিরাপদ পদ্ধতি ।
৩/যেসবল বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা দেয় আপনি তাদের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারেন।
বাংলাদেশে যেসব বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ভাষা শেখানো হয় সেগুলো হচ্ছে
> আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাবি
>কনফুসিয়াস ইনস্টিটিউট, এন এস ইউ
>ব্র্যাক বিশ্ববিদ্যালয়
> সিআরআই কনফুসিয়াস ক্লাসরুম, শান্তা মরিয়াম বিশ্ববিদ্যালয়
সবচেয়ে ভাল পদ্ধতি হল যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মাধ্যমে আবেদন করা। এক্ষেত্রে আপনি অনেক সুবিধা পাবন। বিশ্ববিদ্যালয়ের চাইনিজ শিক্ষকরা রিকমেনডেশন করে। এতে করে সবচেয়ে বড় সুবিধাটা হল, আপনি যে বিশ্ববিদ্যালয়ে চাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের কাছ থেকে কোন ধরনের ইনভাইটেশন লেটার নিতে হচ্ছে না। তাছাড়া চীনা শিক্ষকরা আপনাকে সরাসরি আপনার কাগজপত্র প্রস্তুত করে দেয় বলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
৪/ সরাসরি ইন্টারনেটে আবেদন করতে পারেন।
আপনি চাইলে সরাসরি ইন্টারনেটে চায়না স্কলারশিপের ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।ওয়েব সাইটের ঠিকানা( [http://en.csc.edu.cn/](http://en.csc.edu.cn/…)) তবে যে বিশ্ববিদ্যালয়ে পড়বেন ঐ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের কাছ থেকে ইনভাইটেশন লেটার নিতে হবে।
৫ / চায়নাতে পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে আবেদন করাতে পারেন।
আর সবচেয়ে সহজ ও কার্যকারি পদ্ধতি হল চায়নায় পরিচিত কারো মাধ্যমে আবেদন জমা দেওয়া। এই পদ্ধতিতে কোন ঝামেলা নাই। স্কলারশিপ পেলে তার মাধ্যমে আপনি জানতে পারবেন ও অন্যান্য কাজ সহজেই সম্পাদন করতে পারবেন।
৬ । সরাসরি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বৃত্তির জন্য আবেদন করা যায়। এক্ষেত্রেও ঐ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের কাছ থেকে ইনভাইটেশন লেটার নিতে হয়। এক্ষেত্রে অবশ্য আগে থেকে চাইনিজ ভাষা জানার প্রয়োজন নেই।
সুবিধাদি:
এই ফুল ফ্রি স্কলারশিপের অধীনে আপনি মাসিক বৃত্তি হিসেবে (ব্যাচেলর) ২৫০০ ইউয়েন করে পাবেন, দেশি টাকায় যা প্রায় ৩৩ হাজার। টিউশন খরচ ফ্রি, হোস্টেলে থাকা ফ্রি, এমনকি চিকিৎসা বীমাও বিনামূল্যে পাবেন।
মাস্টার্সেও একই সুবিধাদিই থাকবে শুধু বৃত্তি হিসেবে পাবেন ৩০০০ ইউয়েন, দেশি টাকায় যা প্রায় ৩৬ হাজার এবং পিএইচডিতে পাবেন ৩৫০০ ইউয়েন, যা দেশি টাকায় প্রায় ৪২ হাজারের মত। সেই সাথে বিমান ভাড়াও স্কলারশিপ কর্তৃপক্ষই প্রদান করবেন!
এখন কথা বলবো CSC-B ক্যাটাগরিতে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন করার বিষয়ে।
সরাসরি বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন: এই প্রক্রিয়াটি বেশ সহজ এবং ঝুঁকি তুলনামূলকভাবে কম, সেইসাথে সুযোগের সম্ভাবনাও অনেক বেশি। আবেদন শুরু হয় সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে আর শেষ হয় জুন-জুলাইয়ের দিকে। CSC-B ক্যাটাগরিতে আপনি সর্বোচ্চ ৩টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন । প্রথমেই যে বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন করবেন, সেটি নির্বাচন করে নেবেন, তাদের আবেদনের প্রক্রিয়া এবং সময়সীমা ভালো করে দেখে নেবেন ওয়েবসাইট থেকে। তাদের কিছু বিষয় নির্দিষ্ট করা থাকে, ওই সমস্ত বিষয়গুলো মধ্যেই একটি মাত্র বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে CSC-B টাইপে আবেদন করতে পারবেন ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে।
CSC-B এর সুবিধাদিও মন্ত্রণালয় -এ টাইপের মতোই থাকবে। শুধু চীনে আসার সময় বিমান ভাড়া দেয়া হবে না, অর্থাৎ বিমান ভাড়া নিজ খরচেই ব্যবস্থা করতে হবে। আর মন্ত্রণালয়ের মাধ্যমে যারা আবেদন করে আসবে, তারা পাবে বিনামূল্যে বিমানের টিকেট। আবার যখন ব্যাচেলর/মাস্টার্স কোর্স শেষ করে দেশে ঘুরতে যাবে, তারা তখনও আবার একটি বিনামূল্যের টিকেট পাবে। এ এবং বি ক্যাটাগরির মধ্যে কেবল এটুকুই পার্থক্য।
এখান থেকে প্রথমে আপনার পছন্দের বিষয় এবং বিশ্ববিদ্যালয় খুঁজে নিন। সিএসসি বি-টাইপের জন্য (http://www.campuschina.org/universities/categories.html)
আর নিচের এই লিংকের মাধ্যমে পাওয়া যাবে পূর্ণাঙ্গ অনলাইন আবেদন।
(https://studyinchina.csc.edu.cn/)
সরাসরি চাইনিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন করতে পারবেন। আর মেইলের মাধ্যমে ভার্সিটির সাথে যোগাযোগ করতে পারবেন। অ্যাকাডেমিক সার্টিফিকেট আর মার্কশিটের নোটারাইজড্ কপি ও অন্যান্য ডকুমেন্টসের হার্ড কপি চাইলে তা কুরিয়ার করে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অফিসের ঠিকানায় পাঠাবেন। সেক্ষেত্রে আপনি ফাস্ট কুরিয়ার সার্ভিস কিংবা মাস্টার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডকুমেন্টস চাইনিজ বিশ্ববিদ্যালয়েগুলোতে পাঠাতে পারেন। এরা কম খরচে ডেলিভারি নিশ্চিত করে থাকে।
CSC-B ক্যাটাগরি তে ফলাফল আগস্ট এর মাঝামাঝি থেকে শেষের মধ্যে প্রকাশিত হয়ে থাকে, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের সকল শর্ত পূরণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হন, তাহলে বিশ্ববিদ্যালয় আপনাকে মেইল করে ফলাফল জানিয়ে দেবে এবং কুরিয়ার বা ডাকযোগে আপনার সব কাগজপত্র (অ্যাডমিশান নোটিস) পাঠিয়ে দিবে আপনার দেওয়া ঠিকানায়। এই কাগজগুলো নিয়ে ভিসার জন্য এম্ব্যাসিতে আবেদন করবেন এবং ভিসা হয়ে গেলে সেপ্টেম্বর এর প্রথম সপ্তাহে নিজ খরচে বিমান টিকিট সংগ্রহ করে চীনে চলে আসবেন।
আর Csc-A টাইপে আপনাকে বিনামূল্যে বিমান টিকিট দেওয়া হবে মন্ত্রণালয় থেকে, B-Type এ নিজে খরচে টিকিট করতে হবে।
কেউ যদি মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে চায়, আবার সেইসাথে বিশ্ববিদ্যালয়ের অধীনেও B Category তে আবেদন করতে চায়, তাও করা যাবে। তবে মন্ত্রণালয়ের মাধ্যমে সর্বোচ্চ দুইটি এবং B category চাইনিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে সর্বোচ্চ তিনটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে করা যাবে।
মন্ত্রণালয়ের মাধ্যমে CSC স্কলারশিপে আবেদন করলে কোনো প্রকার অ্যাপ্লিকেশান ফি দিতে হয় না৷
CSC-B টাইপে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন করলে বেশিরভাগ চাইনিজ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশান ফি দেয়া বাধ্যতামূলক।
ব্যাচেলরে CSC স্কলারশিপ মানেই চাইনিজ মাধ্যমে পড়তে হবে, হোক সেটা Type-A অথবা Type-B। ইংরেজিতে পড়ার কোনো সুযোগ নেই।
CSC স্কলারশিপ নিয়ে কিছু কথা:
এ স্কলারশিপের অধীনে দুইটি ধারা রয়েছে বলা চলে,
১.Type -A (সবোর্চ্চ ২টি বিশ্ববিদ্যালয় নির্ধারণ)
২.Type -B (সবোর্চ্চ ৩ টি বিশ্ববিদ্যালয় নির্ধারণ)
Type A তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হয় এবং Type B তে সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয়।
Type A এবং Type B এর বৃত্তি প্রক্রিয়া একইরকম হলেও সুক্ষ্ম কিছু পাথর্ক্য বিদ্যমান। বড় কোন পার্থক্য না থাকলেও জানা খুবই জরুরি, কারণ আপনি কঠিন একটি ভাষায় পড়াশোনা করতে আসবেন, বিষয়টি একদমই হেলাফেলা করার মতো নয় কিন্তু!
আবেদনের ক্ষেত্রে আমার হেল্প ফ্রিতে পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
এজেন্সি সম্পর্কে সতর্কতা
মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।যেকোন তথ্যের জন্য সম্পুর্ন ফ্রিতে যোগাযোগ করুন আমাদের whatsapp= বা Imo = নাম্বারে। আর আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে জয়েন হয়ে থাকুন যাতে সকল স্কলারশীপ এর খবর তাড়াতাড়ি পাইতে পারেন।
Author and writer:
md shazzat hossain
Diploma : textile institute Dinajpur
B.S.c: University Of Dhaka (BTEC)
M.S.c: Qingdao University (china)
P.H.D:
contacts:
সম্পাদনায়ঃ
Md khairul islam
Diploma : Dhaka Polytechnic Institute
Bsc Engineering: DUET
M.S.C : Technical University of Berlin (Germany)
P.H.D: Technical University of Berlin (Germany)
সার্বিক সহযোগিতায়ঃ
১)
Md anamul islam
B.S.C: BUTEX
M.S.C : Qingdao university (china)
P.H.D: Qingdao University (China)
২) md inam fazle Rabbi
B.S.C : BUET
M.S.C: Georgia Institute Of Technology (USA)
P.H.D : Georgia Institute Of Technology (USA)
Contact for any Help:
১) imo : 01762640156 ২) Facebook Messenger ৩) whatsapp : 01932384877
৪) Wechat : ৫) facebook group ৬)facebook page
৭) youtube channel
আরো স্কলারশিপ সম্পর্কে জানুনঃ
১) চায়না স্কলারশিপ ২) সৌদি আরবে স্কলারশীপ ৩) অন্যান্য স্কলারশিপ ৪) chineese Government scholarship
৫ ) csc scholarship ৬) Germany full funded scholarship ৭) Textile full funded scholarship
8) Other full funded scholarship 9) usa full funded scholarship
কোন মন্তব্য নেই