scrooling text

RED ALLERT

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি
যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে
যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।
যেকোন তথ্যের জন্য ফ্রিতে আমার whatsapp বা Imo তে যোগাযোগ করুন।

চায়নাতে ব্যাচেলর এ সরকারি স্কলারশীপ নিয়ে কিছু কথা Chineese government scholarship

চায়নাতে ব্যাচেলর এ সরকারি স্কলারশীপ নিয়ে কিছু কথা

( শুধু Bachelor or Diploma )
যারা Type A ( type-a কি যদি না জানেন তবে বলি সেটা মিনিষ্ট্রি এর মাধ্যমে অ্যাপ্লাই)  তে পড়াশোনা করতে আসবেন, তারা  নিধার্রিত Exam গুলোতে (Chineese , math , physics /chemistry ) চাইনিজ বাদে বাকি বিষয়সমূহে Faile হলে major সাবজেক্ট পরিবর্তনের সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ারিং এ পড়তে আসলেও তা পরিবর্তন করে chineese Business কিংবা chineese রাজনীতি - এ ধরনের মেজর  নিয়ে পড়ার সুযোগ পাবেন। 
কিন্তু আপিনি যদি Type B(Type-B হল University এর মাধ্যমে অ্যাপ্লাই)  এর student হন, তাহলে এ সুযোগটি পাবেন না। আপনাকে সবগুলো বিষয়েই করতে। তবেই আপনি  Major subject  নিয়ে পড়াশোনা করতে পারবেন নতুবা 15  কার্যদিবস এর মধ্যে দেশে ফেরত চলে আসতে হবে( mane hoga mara sara)।
CSC ফাইনাল পরীক্ষায় 135  নাম্বারের মধ্যে আপনাকে 90 mark  পেতে হবে, তবেই আপনি মেজরে যেতে পারবেন। CSC এর একটি Rule হল, যদি কেউ 75  এর বেশি mark পায়, তাহলে তাকে আরো একটি Year পড়াশোনা করার সুযোগ দেয়া হয়। Type  B তে এ সুযোগটি ভবিষ্যতে নাও থাকতে পারে।
সুতরাং Type_B  Csc scholarship একটি অশনি সংকেত। 
যারা আসবেন, ভেবেচিন্তে প্রচুর পড়াশোনার মত মনমানসিকতা তৈরি করে তবেই আসবেন। আপনাকে অবশ্যই সপ্তাহে 5  দিন সকাল 8:30  থেকে রাত 8:30 টা পর্যন্ত class করার মানসিকতা রাখতে হবে।

চায়না স্কলারশিপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Contact us

Author  and writer:

মোঃ সাজ্জাত হোসেন 

Diploma: Textile Engineering Institute , Dinajpur 

B.S.C Engineering: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত BTEC

M.S.C:    QingDao university (china)

P.H.D:  QingDao university ( future plan)

সম্পাদনায়ঃ

Md khairul islam

Diploma : Dhaka Polytechnic Institute

Bsc Engineering: DUET

M.S.C :  Technical University of Berlin (Germany)

P.H.D:  Technical University of Berlin (Germany)

সার্বিক সহযোগিতায়ঃ

১)  

Md anamul islam

B.S.C: BUTEX

M.S.C : Qingdao university (china)

P.H.D: Qingdao University (China)

২) md inam fazle Rabbi

B.S.C :  BUET

M.S.C: Georgia Institute Of Technology (USA)

P.H.D :  Georgia Institute Of Technology (USA)

Contact for any Help:

১) imo : 01762640156           ২) Facebook Messenger       ৩) whatsapp : 01932384877

৪) Wechat :                          ৫) facebook group                   ৬)facebook page 

 ৭)  youtube channel 


আরো স্কলারশিপ সম্পর্কে জানুনঃ

১) চায়না স্কলারশিপ  ২)  সৌদি আরবে স্কলারশীপ   ৩) অন্যান্য স্কলারশিপ  ৪) chineese Government scholarship

৫ ) csc scholarship   ৬) Germany  full funded scholarship   ৭)  Textile  full funded scholarship  

8)  Other  full funded scholarship 9) usa  full funded scholarship










কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.