কেন যাবেন চায়না why you should go in china for higher study
প্রথম কথা হল এই স্কলার শিপ পেতে আপনার সর্বসাকুল্যে খরচ হবে সর্ব্বোচ্চ ২০০০০ টাকা (যদি আপনি নিজে সবগুলো প্রসেস একটু পরিশ্রম করে করতে পারেন । যেখানে ইউরোপ আমেরিকায় নিজে প্রসেস করলে আপনার খরচ হতে পারে ১ লাখ থেকে ২ লাখ এর উপর। আর যদি এজেন্সি ধরেন তাহলে তো আপনার হাতে হারকিন আর পাছায় বাশ দিয়ে দিবে । এমনকি চায়না স্কলারশীপ পেতে গেলেও এজেন্সি প্রসেসিং ফি ২৮৫০০টাকা নিয়ে থাকে।
কাজেই এজেন্সি কে না বলুন। আমাদের ফেসবুক গ্রুপে হেল্প নিয়ে মাত্য ২০০০০ টাকায় চায়না স্কলারশিপ পেতে পারেন
এবার আসি কেন যাবেন চায়না:
- 100% Tuition Fee Free মানে ফ্রিতে পড়াশুনা।
- Monthly Stipend দেয় (18,000 -45,000 tk) ( ব্যাচেলর এর জন্য ১৮০০০-২৫০০০ টাকা , মাস্টারস এর জন্য ২৯০০০ থেকে ৩৯০০০ টাকা , পি এইচ ডি এর জন্য ৪৫০০০ টাকা । উল্লেখ্য এই টাকা শুঢু খাবার এর জন্য দেয়া হয় । এই টাকা থেকে সর্বোচ্চ ৬০০০ টাকা খাবার এর জন্য খরচ হতে পারে । মানে বাকি টাকা আপনি চাইলে জমা বা বাসায় পাঠাতে পারেন
- ইউনিভার্সিটি গুলো World Ranking-এ শীর্ষ অবস্থানে প্রথম ১০০ মধ্যে ।
- 100% Hostel Fee Free (মাষ্টারস বা পি এইচ ডি এর জন্য সিঙ্গেল এসি রুম দিয়ে থাকে)
- IELTS /HSK এর প্রয়োজন নেই । তবে থাকলে ভাল ।
- বাংলাদেশের Public University মানে BUET or Dhaka university এর তুলনায় অনেক ভালো Ranking Public University তে Bachelor , masters , PHD Complete করার সুবর্ণ সুযোগ ।
- ইউনিভার্সিটি Hostel এ ফ্রি থাকার সুবিধা , মেয়েদের জন্য আলাদা হোস্টেল সুবিধা । (মাষ্টারস বা পি এইচ ডি এর জন্য সিঙ্গেল এসি রুম দিয়ে থাকে)
- খাবার খরচ বাংলাদেশের তুলনায় কম ।
- BUET , Dhaka university চেয়েও World Ranking এ ভালো মানের University ।
- বিশ্বমানের শিক্ষা-ব্যবস্থা ।
- বাংলাদেশে একটু ভাল মানের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে Bachelor , masters , PHD, এম.বি.এ করতে গেলে 300000- 700000 লক্ষ টাকা খরচ হয়ে যায় অথচ World Ranking শ্রেষ্ঠ মানের ইউনিভার্সিটিতে আপনি পাচ্ছেন ১০০% স্কলারশীপ বার স্টাইপেন্ড যা থেকে প্রতি মাসে টাকা সেফ করতে পারবেন প্রায় ৩০০০০ টাকা। এই ৩০০০০ টকার চাকরি পেতে কত বছর জব করতে হ্য এটা একবার ভাবুন।
- Worldwide জব করার সুযোগ রয়েছে ।
- Credit Transfer এর সুবিধা মানে আপনি চাইলে Credit Transfer করে অতি সহজেই Europe , America , Australia সহ অনেক দেশে যেতে পারবেন । চায়না থেকে ইউরোপ বা আমেরিকা যাওয়া অনেক সহজ।
- Business করে well-established হওয়ার অফুরন্ত সুযোগ রয়েছে ।
- World এর অন্যতম Industry Zone হওয়াতে এখানে আছে জবের অনেক সুযোগ । আর বিয়ে করলে পাবেন নাগরিকত্ব ।
সুতরাং এই ইউনিভার্সিটি গুলোর ১০০% Free তে লেখা পড়ার এই অভাবনীয় Offer গ্রহন করতে আমেদের গ্রুপে জয়েন হতে পারেন।
লেখকঃ
Md shazzat hossain
Diploma: Textile Engineering Institute , Dinajpur
B.S.C Engineering: university of Dhaka( BTEC 3rd batch)
M.S.C: QingDao university (china)
P.H.D: QingDao university ( future plan)
সম্পাদনায়ঃ
Md khairul islam
Diploma : Dhaka Polytechnic Institute
Bsc Engineering: DUET
M.S.C : Technical University of Berlin (Germany)
P.H.D: Technical University of Berlin (Germany)
সার্বিক সহযোগিতায়ঃ
১)
Md anamul islam
B.S.C: BUTEX
M.S.C : Qingdao university (china)
P.H.D: Qingdao University (China)
২) md inam fazle Rabbi
B.S.C : BUET
M.S.C: Georgia Institute Of Technology (USA)
P.H.D : Georgia Institute Of Technology (USA)
Contact for any Help:
১) imo : 01762640156 ২) whatsapp : 01932384877 ৩) Wechat :
কোন মন্তব্য নেই