সুইডিশ ইন্সটিটিউট স্কলারশিপ
সুইডেনে পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপের কথা ভাবলে যে নামটি সবার আগে চলে আসে তা হলো এসআই (SI Scholarship)। এসআই স্কলারশিপ নামে পরিচিত এ স্কলারশিপের মূল নাম হলো সুইডিশ ইন্সটিটিউট স্টাডি স্কলারশিপস (Swedish Institute Study Scholarships). এবছর এই স্কলারশিপটি Swedish Institute Scholarships for Global Professionals (SISGP) নামে দেয়া হচ্ছে।মূলত সুইডেনে ১-২ বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে। এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবার সারা বিশ্ব থেকে ৩৪ টি দেশের মোট ৩০০ জনকে এই স্কলারশিপের জন্য সিলেক্ট করা হবে।চলুন জেনে নিই বিস্তারিত। যা যা পাবেন- ১। সম্পুর্ন টিউশন ফি ২। মাসে লিভিং এক্সপেন্স মেটানোর জন্য ১০০০০ SEK ভাতা যা বাংলাদেশী টাকায় প্রায় ৯৩ হাজার টাকা ৩। ১৫০০০ (১ লাখ ৪০ হাজার টাকা প্রায়) SEK পর্যন্ত এককালীন ট্রাভেল ভাতা ৪। স্বাস্থ্যবীমা আবেদনের যোগ্যতা- ১। আবেদনকারীর অন্তত ৩ হাজার ঘন্টা কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ২। যে প্রোগ্রামে আবেদন করবেন সে প্রোগ্রামের আইইএলটিএস রিকোয়ারমেন্টসহ অন্যান্য রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। আবেদন করতে যা যা লাগবে- ১। মোটিভেশন লেটার ২। একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট। ৩। SISGP template সিভি। আমাদের অনলাইন সাপোর্ট নেয়া সবাইকে SISGP template সিভি তৈরিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হবে। যারা আমাদের সাপোর্ট নিবেন না তারা এস আই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টেমপ্লেট নামাতে পারবেন। ৪। দুটি রেফারেন্স লেটার। অন্তত ১ টি তে আপনার কাজের বা চাকরির বিবরণ থাকতে হবে। অবশ্যই SISGP ফরমে রেফারেন্স নিতে হবে। ফরম অফিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে ৫।SISGP ফরমে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট। ফরম অফিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে ৬। পাসপোর্টের স্ক্যান কপি আবেদন করবেন যেভাবে- আবেদনটির দুটি প্রধান ধাপ রয়েছে। প্রথম ধাপে আপনাকে সংশ্লিষ্ট প্রোগ্রামে আবেদন করতে হবে। এটা করতে হবে ১৬ অক্টোবর থেকে ১৫ জানুয়ারির মধ্যে। দ্বিতীয় ধাপে আপনাকে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। স্কলারশিপের জন্য আবেদন করতে হবে ১০ ফেব্রুয়ারি ২০২০ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২০ এর মধ্যে। একাধিক প্রোগ্রামে আবেদন করলে প্রতিটির জন্য আলাদা আলাদা করে স্কলারশিপ আবেদন করতে হবে।সর্বোচ্চ ৪ টি প্রোগ্রামে আবেদন করা যাবে। সঠিকভাবে অনলাইন আবেদন সম্পন্ন করতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে আবেদনের প্রতিটি স্টেপ আমরা রিভিউ করবো। আপনার স্টেট্মেন্ট অব পারপাসও আমরা রিভিউ করবো। আমাদের সাপোর্ট ফি প্রোগ্রাম প্রতি ১০২০ টাকা। অর্থাৎ চারটি প্রোগ্রামে আবেদন করলে ফি হবে ৪০৮০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে- অনলাইন সাপোর্ট সেবা । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। এই স্কলারশিপের আওতাধীন প্রোগ্রামের তালিকা দেখুন এখানে । প্রোগ্রামগুলোর রিকোয়ারমেন্ট এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত পাবেন এখানে আবেদন সাবমিট করতে আবেদন ফি হিসেবে ৯০০ SEK প্রদান করতে হবে। একাধিক প্রোগ্রামে আবেদনের ফলে আবেদন ফি বৃদ্ধি পাবে না। অর্থাৎ ৪ টি প্রোগ্রামে আবেদন করলেও আবেদন ফি হিসেবে মোট ৯০০ SEK লাগবে। যাদের পক্ষে ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি দেয়া সম্ভব নয় তারা আমাদের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। আমাদের মাধ্যমে ফি জমা দিতে আমাদেরফেসবুক পেজে ইনবক্স করুন। প্রোগ্রাম আবেদন শেষে স্কলারশিপের জন্য স্কলারশিপ ওয়েবসাইটে আবেদন করা যাবে। deadline : 3 February 2020 |
কোন মন্তব্য নেই