scrooling text

RED ALLERT

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি
যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে
যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।
যেকোন তথ্যের জন্য ফ্রিতে আমার whatsapp বা Imo তে যোগাযোগ করুন।

চায়না গভঃ স্কলারশীপের পরিপুর্ন গাইডলাইন_ china government scholarship program under csc program

 china government scholarship program under csc

 শুরুতে কিছু কথা না বললেই নয় যে আমরা  বাঙালি অলসের জাতি। কারন আপনি এই পোষ্টটি পড়তে এসে অলসতার জন্য হয়ত ঠিকমত পড়বেন না । আর ফেসবুক গ্রুপে এসে খামাখা উলটা পালটা প্রশ্ন করবেন। কাজেই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল পোষ্ট টি সম্পুর্ন্রুপে ভালভাবে পড়ুন । প্রয়োজনে ৩ বার পড়ুন । তারপর দেখবেন সবকিছু আপনার কাছে পানির মত পরিষ্কার হবে। 

    আর আমরা অলস বলে আমাদের দেশের এই হাল যেখানে পাকিস্তানি কিংবা ইন্ডিয়ানর অনেক এগিয়ে । তারা জীবনের পথে আপন মহিমায় অগ্রসর হচ্ছে আর আমরা পড়ে আছি সেই আদিম যুগে। কাজেই দেখুন এই ০ টাকার স্কলারশিপ পাইতে গেলে কি করতে হবে তা ভালভাবে পড়ুন। এমনকি পুর্ন স্কলারশিপ পাইলে আপনি বাসায় টাকা পর্যন্ত (৩০ হাজার পর্যন্ত)  সহজে পাঠাতে  পারবেন । আর আপনাদের হেল্প করার জন্য আমি সর্বদা সাথে আছি ইনশাল্লাহ।  তো চলুন শুরু করা যাক

বিদ্র/ সতর্কতাঃ 

এই স্কলার শিপ পেতে আপনার সর্বসাকুল্যে খরচ হবে সর্ব্বোচ্চ ৫০০  টাকা (যদি আপনি নিজে সবগুলো process একটু পরিশ্রম করে করতে পারেন । যেখানে europe আমেরিকায়  নিজে প্রসেস করলে আপনার খরচ হতে পারে ১ লাখ থেকে ২ লাখ এর উপর। আর যদি এজেন্সি ধরেন তাহলে তো আপনার হাতে হারকিন আর পাছায় বাশ দিয়ে দিবে । এমনকি china স্কলারশীপ পেতে গেলেও এজেন্সি প্রসেসিং ফি ২৮৫০০টাকা নিয়ে থাকে।
কাজেই এজেন্সি কে না বলুন। আমাদের ফেসবুক গ্রুপে হেল্প নিয়ে মাত্র ৫০০ টাকায় চায়না স্কলারশিপ পেতে পারেন

সুবিধাদিঃ  চায়না গভঃ স্কলারশিপের  (CSC) আওতায়  যা যা পাবেন-  

চায়না নাম শুনলে অনেকেই নাক চিটকায়। কিন্তু আসলে ভাই চায়নার যে লোভনীয় স্কলারশীপ তা আসলে বলা যায় এটাই বিশ্বের সেরা স্কলারশীপ কারন আপনি ০ টকায় পাচ্ছেন এই স্কলারশীপ। যেখানে উন্নত বিশ্বে IELTS OR TOEFL  ছাড়া স্কলারশীপ কল্পনার বাইরে সেখানে চায়না স্কলারশীপ প্রায় ঝামেলামুক্ত। এর আওতায় যা যা পাবেন তা হল-
১। Registration fee free
২। Tution fee free
৩। hostel fee free (accomadation) । বলা ভাল যে আপনি csc-A type scholarship পাইলে এতে আপনাকে সিঙ্গেল এসি রুম দিয়ে থাকে (মেয়ে বা ছেলে যাই হোক সেম সুবিধা) । আর masters or PHD program এ আসলে স্বামী স্ত্রী সহ থাকার সুযোগ পাবেন । এতে আপনাকে বসবাসের জন্য Living allownce  কিছু বেশী করে দিবে। মানে living allownce হিসেবে আপনার স্টাইপেন্ড এর সাথে আরো কিছু বেশী টাকা দিবে। তবে সেটা বিশ্ববিদ্যালয় এর কতৃপক্ষের উপর নির্ভর করে  কত টাকা বেশী পাবেন।
৪।   Monthly Stipend দেয়  18,000 -45,000 tk। ( ব্যাচেলর এর জন্য ১৮০০ থেকে ২৫০০ 
 ইউয়ান যা বাংলাদেশী টাকায় প্রায়  ১৮০০০-৩০০০০ টাকা , মাস্টারস এর জন্য  ২৫০০  থেকে ৩০০০ ইউয়ান যা বাংলাদেশী টাকায় প্রায়   ২৯০০০ থেকে ৩৯০০০ টাকা , পি এইচ ডি এর জন্য ৩০০০ থেকে ৩৫০০ ইউয়ান যা বাংলাদেশী টাকায় প্রায় ৪৫০০০ থেকে ৫০০০০০ টাকা । উল্লেখ্য এই  টাকা শুধু খাবার এর জন্য দেয়া হয় । এই টাকা থেকে সর্বোচ্চ  ৬০০০ টাকা  খাবার এর জন্য খরচ হতে পারে । মানে বাকি টাকা আপনি চাইলে জমা বা  বাসায় পাঠাতে পারেন ।
৫। বিমানের যাওয়া ও আসার টিকেট ফ্রি। আপনি বছরে একবার দেশে আসার জন্য এই বিমানের টিকেট ফ্রি পাবেন। আর ১ বছরে  একবারও না এলে আপনি তবুও টিকেটের মুল্যটি পেয়ে যাবেন। 
৬। মেডিক্যাল ইন্সুরেন্স ফ্রি ।মেডিকেল ইন্সুরেন্স  বলতে আপনি অসুস্থ্য হলে আপনার চিকিৎসা খরচ তারা বহন করবে। তবে সেটা লিমিট আছে। মানে ২০০০০ Rmb মানে টাকায় 244,551.45 Taka পর্যন্ত তারা বহন করবে। আর বেশী খরচ হলে সেটা আপনাকে বহন করতে হবে

কাজেই এই সব সুযোগ দেখলে বুঝা যায় যে আপনি চাকরি করেও যেখানে ৩‌০,০০০ টাকা বেতন পাবেন না সেখানে চায়নাতে পড়তে আসলে আপনি আনায়াসে ৩০,০০০ টাকা বাসায় দিতে পারবেন। কাজেই এমন সুযোগ পৃথিবীর কোথাও নেই বললেই চলে

**চায়না যে সকল প্রোগামের জন্য স্কলারশীপ দিয়ে থাকে তা হল:**

* ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং / Intermediate program (Any HSC level এর জন্য)

*‎ বি এস সি ইঞ্জিনিয়ারিং / BBA program/ Honors

* মাষ্টারস প্রোগ্রাম  / MBA

*‎ পিএইচডি প্রোগ্রাম

*‎ পোস্ট পিএইচডি

* ‎চাইনিজ ভাষা শিক্ষা

যদি এখনো জিজ্ঞেস করেন যে চায়না কোন কোন বিষয়ের (Subject) উপর  স্কলারশিপ দেয় । তাহলে বলব প্রায় সকল বিষয়ের স্কলারশিপ তাদের দেশে আছে। বাংলাদেশে এমন কোন বিষয় নাই যে বিষয়ের উপর তারা স্কলারশিপ দেয় না। Science , Arts or commerce এর প্রায় সকল বিষয়ের স্কলারশিপ তারা দিয়ে থাকে ।আর এই বিষয়ে subject এর লিষ্ট দেখতে এখানে ক্লিক করুন।



আবেদনের যোগ্যতা- 

  • 1)  Non-chineese নাগরিক হতে হবে(Application is open to applicant who owns a non-Chinese citizenship)।
  • 2) good health condition (সু-স্বাস্থ্যের অধিকারী )
  • 3) Only applicants that have not received other  scholarship (চায়নাতে  অন্য কোনো স্কলারশিপ রানিং থাকা যাবে না) ।
  • 4) Bachelor program e  আবেদনের জন্য  বয়স অবশ্যই ২৫ এর চেয়ে কম হতে হবে।
  • 5) masters program e   বয়স অবশ্যই ৩৫ এর চেয়ে কম হতে হবে(  Applicants of Master Program should be under 35 years old)
  •  6) PHD program e  আবেদনের জন্য উচ্চ মাস্টার্স ডিগ্রিধারী এবং বয়স অবশ্যই ৪০ এর চেয়ে কম হতে হবে(applicants of Doctoral Program should be under 40 years old) 
  • 7) Students currently studying in China are not eligible.

China governemnt schoalrship এ আবেদন করতে যা যা লাগবে- 
১)  
Copy of your passport
২)সর্বোচ্চ ডিগ্রির একাডেমিক ট্রান্সক্রিপ্ট।  ( Highest academic degree Transcript)
৩) সকল ডিগ্রির সত্যায়িত  ও Notarized একাডেমিক সার্টিফিকেট ( Highest academic degree Transcript)
৩   ৪) Copy of your passport
৫) Study plan
৬) Copy of Physical Examination Record with doctor
৭)মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে ২ টি রেকোমেন্ডেশন লেটার ।
৮) আইইএলটিএস বা এইচএসকে যদি থাকে। না থাকলে সমস্যা নাই । না থাকলে  english proficincy certificate দিতে হবে।
৯) চীনা বিশ্ববিদ্যালয়ের অফার লেটার(  যদি থাকে   দিবেন না থাকলে সমস্যা নাই)
১০)Police clearance Certificate

## >>>আপনি কিভাবে আবেদন করবেন

## >১/ ঢাকাস্থ চীনা Embassy  এর মাধ্যমেঃ ঢাকাস্থ চীনা Embassy  এর মাধ্যমে আবেদন করতে পারেন।

তবে সরাসরি embassy থেকে আবেদন করলে প্রথমবার scholarship না পেলে দ্বিতীয়বার অনেক ঝামেলা পোহাতে হয়। আর এটা Highly Competetive. । কাজেই ভেবেচিন্তে অ্যাপ্লাই করুন। কারন প্রোফাইল শক্তিশালি না হলে 

অ্যাপ্লাই করে রিজেক্ট হতে পারেন। আর একবার রিজেক্ট হলে অনেক ক্ষেত্রে চায়না স্কলারশিপ এর দরজা তার জন্য 

৩ বছরের জন্য বন্ধ হতে পারে। এক্ষেত্রে আবেদন ২ ভাবে করা যায়

  •    সরাসরি চায়না দূতাবাসে গিয়েঃ  আপনি সরাসরি চায়না দূতাবাসে গিয়ে তাদের নিকট থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে apply করতে পারেন। 
  • অনলাইনের মাধ্যমে ঃআপনি দুতাবাসে সরাসরি না গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন ।

এক্ষেত্রে প্রথমে অনলাইনে এখানে আবেদন করতে হবে। এরপর এখানে আবেদন করতে হবে। 

উপরোক্ত ২ টি আবেদন কালার প্রিন্ট করে উপরে বর্নিত ডকুমেন্টগুলো সহ একটি বড় খামে ভরে নিচের ঠিকানায় গিয়ে জমা দিতে হবে 
Joint Secretary (Scholarship)
Secondary & Higher Education Division
Ministry of Education
Room No- 1706, Building No- 06,
Bangladesh Secretariat, Dhaka-1000

খামের উপরে Tracking Number, Program প্রাপক, প্রেরক ও প্রোগ্রামের নাম লিখতে হবে। 

আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন।
 অনলাইন আবেদনের ক্ষেত্রে   অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক 
পেজে  ও ফেসবুক গ্রুপে  ইনবক্স করুন। অথবা সরাসরি  আমাদের সাথে ইমো বা ম্যাসেঞ্জারে কথা বলতে পারেন।

এক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের Contact Us page এ বিস্তারিতে পাবেন।

এম্বাসি ট্রাকে আবেদনের ক্ষেত্রে পুর্ন বিবরন জানতে এখানে ক্লিক করুন


## >২/ china তে পরিচিত কেউ থাকলে তার মাধ্যমেঃ

china তে পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে apply করাতে পারেন।

আর সবচেয়ে সহজ ও কার্যকারি পদ্ধতি হল চায়নায় পরিচিত কারো মাধ্যমে application জমা দেওয়া। এই পদ্ধতিতে কোন ঝামেলা নাই। আর এক্ষেত্রে স্কলারশীপ পাবার চান্স প্রায় ৯০% । কারন এক্ষেত্রে তারা নির্ভুলভাবে কাজগুলো সম্পাদন করে বলে স্কলারশীপ এর সম্ভাবনা মোটামুটি বেড়ে যায়। তাছাড়া এই পদ্ধতিতে অনেকেই প্রফেসর এর মাধ্যমে সরাসরি অ্যাপ্লাই করে বলে স্কলারশীপ প্রায় নিশ্চিত হয়ে যায়। তাছাড়া স্কলারশিপ পেলে তার মাধ্যমে আপনি জানতে পারবেন ও অন্যান্য কাজ সহজেই সম্পাদন করতে পারবেন। 

## >৩/ যে university তে ভর্তি হবেন সে বিশ্ববিদ্যালয়ের professor এর মাধ্যমেঃ 

সবচেয়ে ভাল পদ্ধতি হল যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সে বিশ্ববিদ্যালয়ের professsor এর মাধ্যমে আবেদন করা। এক্ষেত্রে আপনি অনেক সুবিধা পাবন। বিশ্ববিদ্যালয়ের চাইনিজ শিক্ষকরা recommendation করে। এতে করে সবচেয়ে বড় সুবিধাটা হল, আপনি যে বিশ্ববিদ্যালয়ে চাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের কাছ থেকে কোন ধরনের invitation লেটার নিতে হচ্ছে না। তাছাড়া চীনা professor আপনাকে সরাসরি আপনার কাগজপত্র প্রস্তুত করে দেয় বলে আপনার scholarship পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

## >৪/ সরাসরি ইন্টারনেটে ঃ

সরাসরি ইন্টারনেটে আবেদন করতে পারেন।

আপনি চাইলে সরাসরি ইন্টারনেটে china স্কলারশিপের web সাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।web সাইটের ঠিকানা( [http://en.csc.edu.cn/](http://en.csc.edu.cn/…)) তবে যে বিশ্ববিদ্যালয়ে পড়বেন ঐ বিশ্ববিদ্যালয়ের কোনো professor এর  কাছ থেকে ইনভাইটেশন লেটার নিতে হবে।


## >৫/ সরাসরি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে ঃ

সরাসরি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব scholarship এর জন্য আবেদন করা যায়। এক্ষেত্রেও ঐ বিশ্ববিদ্যালয়ের কোনো professor এর কাছ থেকে invitation লেটার নিতে হয়। এক্ষেত্রে অবশ্য আগে থেকে china ভাষা জানার প্রয়োজন নেই।


## >৬/ যেসকল বিশ্ববিদ্যালয়ে china ভাষা শিক্ষা দেয় তাদের মাধ্যমে ঃ

যেসকল বিশ্ববিদ্যালয়ে china ভাষা শিক্ষা দেয় আপনি তাদের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারেন।

বাংলাদেশে যেসব বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ভাষা শেখানো হয় সেগুলো হচ্ছে

> আধুনিক ভাষা institute , ঢাবি

>কনফুসিয়াস institute , এন এস ইউ

>ব্র্যাক university 

> সিআরআই কনফুসিয়াস ক্লাসরুম, শান্তা মরিয়াম university 


এখনো  যারা এই ৬ টি প্রসেস বুঝেন নাই তাদের জন্য আরো পুর্নভাবে হাতে কলমে জানার জন্য এখানে ক্লিক করুন


আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন।
 অনলাইন আবেদনের ক্ষেত্রে   অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক 
পেজে  ও ফেসবুক গ্রুপে  ইনবক্স করুন। অথবা সরাসরি  আমাদের সাথে ইমো বা ম্যাসেঞ্জারে কথা বলতে পারেন।


আবেদনের সময় (Application Deadline):

চায়না   স্কলারশিপে আবেদনের সময়সীমা  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম হয়ে থাকে । university এর ওয়েবসাইটে গিয়ে চোখ রাখতে হবে কখন সার্কুলার হয়। তবে সাধারনত ডিসেম্বর থেকে এপ্রিলের শেষ পর্যন্ত হয়ে আবেদনের সময় সীমা হয়ে থাকে।

সাধারনত প্রতি বছরের এই সময়ে আবেদন হয়ে থেকে

অনলাইনে আবেদনের শেষ সময়- ৩১ ডিসেম্বর  বিকাল ৪ টা। 
ডকুমেন্ট জমা দেয়ার শেষ সময়- ৩১ ডিসেম্বর  বিকাল ৪ টা ৩০। 

এ জন্য  এসব আপডেট পেতে  আমাদের ফেসবুক পেজে  ও ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন আর কোন প্রশ্ন থাকলে ইনবক্স করুন। অথবা সরাসরি  আমাদের সাথে ইমো বা ম্যাসেঞ্জারে কথা বলতে পারেন।

এক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের Contact Us page এ বিস্তারিতে পাবেন।





এবার আসি কেন যাবেন চায়না:
  • 1) 100% Tuition Fee Free  মানে ফ্রিতে পড়াশুনা।
  • 2)  Monthly Stipend দেয়  (18,000 -45,000 tk) ( ব্যাচেলর এর জন্য ১৮০০০-২৫০০০ টাকা , মাস্টারস এর জন্য  ২৯০০০ থেকে ৩৯০০০ টাকা , পি এইচ ডি এর জন্য ৪৫০০০ টাকা । উল্লেখ্য এই  টাকা শুঢু খাবার এর জন্য দেয়া হয় । এই টাকা থেকে সর্বোচ্চ  ৬০০০ টাকা  খাবার এর জন্য খরচ হতে পারে । মানে বাকি টাকা আপনি চাইলে জমা বা  বাসায় পাঠাতে পারেন
  • 3) ইউনিভার্সিটি গুলো World Ranking-এ শীর্ষ অবস্থানে প্রথম ১০০ মধ্যে ।
  • 4) 100% Hostel Fee Free  (মাষ্টারস বা পি এইচ ডি এর জন্য  সিঙ্গেল এসি রুম দিয়ে থাকে) 
  •  5) IELTS /HSK  এর প্রয়োজন নেই । তবে থাকলে ভাল ।
  • 6) বাংলাদেশের Public University  মানে BUET or Dhaka university এর  তুলনায় অনেক ভালো Ranking Public University তে Bachelor , masters , PHD Complete করার সুবর্ণ সুযোগ ।
  • ইউনিভার্সিটি Hostel এ  ফ্রি থাকার সুবিধা , মেয়েদের জন্য আলাদা হোস্টেল সুবিধা । (মাষ্টারস বা পি এইচ ডি এর জন্য  সিঙ্গেল এসি রুম দিয়ে থাকে) 
  • 7) খাবার খরচ বাংলাদেশের তুলনায় কম । 
  • 8) BUET , Dhaka university চেয়েও World Ranking এ ভালো মানের University ।
  •  বিশ্বমানের শিক্ষা-ব্যবস্থা ।
  • 9) বাংলাদেশে একটু ভাল মানের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে Bachelor , masters , PHD,  এম.বি.এ করতে গেলে 300000- 700000 লক্ষ টাকা খরচ হয়ে যায় অথচ World Ranking শ্রেষ্ঠ মানের ইউনিভার্সিটিতে আপনি পাচ্ছেন ১০০% স্কলারশীপ বার স্টাইপেন্ড যা থেকে প্রতি মাসে টাকা সেফ করতে পারবেন প্রায় ৩০০০০ টাকা। এই ৩০০০০ টকার চাকরি পেতে কত বছর জব করতে হ্য এটা একবার ভাবুন। 
  • 10 ) Worldwide জব করার সুযোগ রয়েছে ।
  • 11) Credit Transfer  এর সুবিধা মানে আপনি চাইলে Credit Transfer করে অতি সহজেই Europe , America , Australia সহ অনেক দেশে যেতে পারবেন । চায়না থেকে ইউরোপ বা আমেরিকা যাওয়া অনেক সহজ। 
  • 12) Business করে well-established হওয়ার অফুরন্ত সুযোগ রয়েছে ।
  • 13) World এর অন্যতম Industry Zone  হওয়াতে এখানে আছে জবের অনেক সুযোগ । আর বিয়ে করলে পাবেন নাগরিকত্ব ।
সুতরাং এই  ইউনিভার্সিটি গুলোর ১০০% Free তে লেখা পড়ার এই অভাবনীয় Offer গ্রহন করতে আমেদের গ্রুপে জয়েন হতে পারেন। 


## >>>কিছু সাধারন প্রশ্ন

## >**পড়াশোনার খরচ কেমন?**

 যদি আপনি self fund এ যান তবে  মেডিকেল পড়ার জন্য Tution fee free , hostel ফি free , থাকা খাওয়া সব মিলিয়ে পাঁচ বছরে ন্যূনতম ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ হয়।

**পলিটেকনিক এ Diploma করলে কি apply করা যাবে?**

হ্যা করা যাবে । আপনি BSC পড়তে পারবেন ।

**চায়না ভাষা না জানলে কি আবেদন করা যাবে ?**

হ্যা যাবে। আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তারাই আপনাকে 3-6 মাস language শিক্ষার কোর্স করাবে।

**বিশ্ববিদ্যালয়গুলোর quality কেমন ?**

বিশ্ববিদ্যালয়গুলোর Ranking  অনেক ভাল । আপনি নিজেই internet থেকে rank জেনে নিতে পারবেন ।

**পড়াশোনার পাশাপাশি job এর কোন সুবিধা আছে কিনা ?**

হ্যা । আপনি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম job এর সুযোগ রয়েছে।




সাবধানতা : বর্তমানে ব্যাঙ্গের ছাতার মত অনেক এজেন্সী গড়ে উঠছে । চায়না স্কলারশীপ সম্পর্কে ঠিকঠাক খোজ খবর না নিয়েই এসব এজেন্সীর সাথে কোন ধরনের ডিল করতে যাবেন না ।



আজ এ পর্যন্তই আশা রাখি অনেকেই এই পোষ্ট পড়ে উপকৃত হয়েছেন। আরো স্কলারশীপ এর  আপডেট  জানতে  আমাদের ফেসবুক পেজে  ও ফেসবুক গ্রুপে  ইনবক্স করুন। অথবা সরাসরি  আমাদের সাথে ইমো বা ম্যাসেঞ্জারে কথা বলতে পারেন।

সতর্কতাঃ

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।যেকোন তথ্যের জন্য সম্পুর্ন ফ্রিতে 
যোগাযোগ করুন আমাদের whatsapp=  বা  Imo =   নাম্বারে। আর আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে জয়েন হয়ে থাকুন যাতে সকল স্কলারশীপ এর খবর তাড়াতাড়ি পাইতে পারেন।



Author  and writer:

md imran chowdhury
B.s.c: university of Dhaka
M.S.c: Tsinghua University (china)
P.H.D : Technical University of Munich (Germany)
contacts:

সম্পাদনায়ঃ

Md khairul islam

Diploma : Dhaka Polytechnic Institute

Bsc Engineering: DUET

M.S.C :  Technical University of Berlin (Germany)

P.H.D:  Technical University of Berlin (Germany)

সার্বিক সহযোগিতায়ঃ

১)  

Md anamul islam

B.S.C: BUTEX

M.S.C : Qingdao university (china)

P.H.D: Qingdao University (China)

২) md inam fazle Rabbi

B.S.C :  BUET

M.S.C: Georgia Institute Of Technology (USA)

P.H.D :  Georgia Institute Of Technology (USA)

Contact for any Help:

১) imo : 01762640156           ২) Facebook Messenger       ৩) whatsapp : 01932384877

৪) Wechat :                          ৫) facebook group                   ৬)facebook page 

 ৭)  youtube channel 


আরো স্কলারশিপ সম্পর্কে জানুনঃ

১) চায়না স্কলারশিপ  ২)  সৌদি আরবে স্কলারশীপ   ৩) অন্যান্য স্কলারশিপ  ৪) chineese Government scholarship

৫ ) csc scholarship   ৬) Germany  full funded scholarship   ৭)  Textile  full funded scholarship  

8)  Other  full funded scholarship 9) usa  full funded scholarship



















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.