Global Korea government scholarship (Gkgs) গ্লোবাল কোরিয়া সরকারি স্কলারশিপ
Global Korea government scholarship (Gkgs) গ্লোবাল কোরিয়া সরকারি স্কলারশিপ
writer: samim haider, Kyung Hee University, Korea:
Global korea scholarship (GKS) এর Bachelor, Masters ,PHD পর্যায়ের application নেয়া শুরু হয়েছে। এটিই বিগত কয়েক বছর ধরে দিয়ে আসা Global korea Governments scholarship (KGSP)। সাধারণত সেপ্টেম্বরের দিকে Bachelor এবং ফেব্রুয়ারিতে masters প্রোগ্রামের জন্য application নেয়া হয়ে থাকে।Global korea Governments scholarship (KGSP ২০২১ এর জন্য embassy এবং university দুটি ট্র্যাকেই বাংলাদেশী শিক্ষার্থীরা apply করতে পারবে। তবে একজন applicant একইসাথে উভয় ট্র্যাকে apply করতে পারবে না। আবেদন করার জন্য যেকোনো একটি Track বেছে নিতে হবে। Embassy ট্র্যাকে 3 টি university বা সাবজেক্টের name দেয়া যাবে আর university ট্র্যাকে শুধু একটিতেই apply করা যাবে।
এবার embassy ট্র্যাকে 146 টি দেশের 480 জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে selection করা হবে। অন্যদিকে university ট্র্যাকে 77 টি দেশের 330 জন শিক্ষার্থীকে এই scholarship টি দেয়া হবে। বাংলাদেশের name দুটো ট্র্যাকেরই মনোনীত দেশের নামের তালিকায় রয়েছে। আমাদের দেশ থেকে এবার Embassy ট্র্যাকে 5 জন এবং university ট্র্যাকে 9 জনকে total 14 জনকে Global korea Governments scholarship (KGSP ২০২১ দেয়া হবে
১। tution fee free
২। monthly stipend 900000 won মানে বাংলাদেশি মূদ্রায় ৬৭,০০০ টাকা প্রায় । এ থেকে সেখানে খাবারের জন্য খরচ হবে ১৫০০০ বা ২০০০০ টাকা । আর বাইরে বাসা ভাড়া নিয়ে থাকলে খরচ হবে ১০ থেকে ১৫ হাজার টাকা আর বাকি টাকা চাইলে সেফ বা বাসায় দিতে পারবেন।
৩। Air ticket (রাউন্ড ট্রিপ) ফ্রি মানে বিমানে বছরে ১ বার যাওয়া আসার জন্য টাকা পাবেন বা ফ্রিতে আপনাকে বিমানের টিকেট কেটে দিবে।
৪। এক বছর মেয়াদী ফ্রি Korean language program
আবেদনের যোগ্যতা/ elligibility
১। Cgpa স্কেল 4 এ অন্তত 2.64 বা 80 শতাংশ mark থাকতে হবে
২। 31 আগস্ট এর মধ্যে bachelor বা masters শেষ করতে হবে
৩। 1 september 2021 তে বয়স 40 এর বেশি হতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের professor দের ক্ষেত্রে বয়স 45 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।
৪। korean বা english ভাষায় দক্ষ আবেদনকারী অগ্রাধিকার পাবে।
apply করতে যে Documents গুলো জমা দিতে হবে-
১। aoolication form 1 (ফরম-১)
২। personal statements form (ফরম- ২)
৩। statement of purpose form (ফরম-৩)
৪। দুটি recommendation letter (ফরম-৫)
৫। applicant এগ্রিমেন্ট (ফরম-৭)
৬। Personal medical এসেসমেন্ট (ফরম-৮)
৭। academic transcript
৮। একাডেমিক certificate
৯। আবেদন কারীর নিজের এবং তার বাবা-মার Residency প্রমানের document (যেমন-NID , পাসপোর্ট, ইংরেজি জন্মসনদ)
১০। আইইএলটিএস / TOPIK/ Publication ইত্যাদি (যদি থাকে)
উপরোক্ত Form গুলো এখানে পাবেন। Form গুলো পূরণে প্রযোজনীয় guideline পেতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন।
এমব্যাসি ট্র্যাকের জন্য আবেদন জমা দিতে হবে এই ঠিকানায়-
Embassy of the Republic of Korea
4 Madani Avenue Baridhara,
Dhaka-1212, Bangladesh
এমব্যাসি ট্র্যাকে আবেদন জমা দেয়ার শেষ সময় ৬ মার্চ ২০২১। সিলেকটেড আবেদনকারীদের ১১ মার্চে ইন্টারভিউ নেয়া হবে। যা
university ট্র্যাকে আবেদন করলে আবেদন copy direct বিশ্ববিদ্যালয়ের admissin অফিসে পাঠাতে হবে। আবেদনের Deadline বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন। তাই university ট্র্যাকের জন্য আপনি যে বিশ্ববিদ্যালয়ে apply করবেন সে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে deadline পাবেন।
গুরুত্বপুর্ন কথাঃ
- professor scholarhip: এই স্ক্লারশীপ পাইতে হলে university এর website visit করে প্রফেসরদের মেইল করুন । তারা দ্রুতই রিপালি দিবে। এরপর তাদের নির্দেশনা অনুযায়ী অ্যাপ্লাই করুন
- এই স্ক্লারশিপের আওতায় Global korea scholarship (GKS) এর চেয়ে বেশী সুবিধা পাবার সম্ভাবনা থাকে যদি আপনি প্রফেসরের কাছে নিজেকে প্রমান করতে পারেন।
- কাজেই প্রফেসর স্কলারশিপের জন্য লেগে পড়ুন । আবার বলি ৯০% ছাত্র এই স্কলারশীপে কোরিয়াতে পরতে আসে
সতর্কতাঃ
যেকোন তথ্যের জন্য ফ্রিতে যোগাযোগ করুন। ভয় নেই কোন টাকার দরকার নেই। আর পারলে consultancy ও চিটার , বাটপার , রক্তচোষা পোলাপান থেকে দূরে থাকুন।
Contact us
Author and writer:
Author and writer:
Samim haider
B.S.C Engineering: Pabna Textile Engineering college
M.S.C: Kyung Hee University, Korea
P.H.D: Kyung Hee University, Korea
Contact for any Help:
১) imo : 01762640156 ২) Facebook Messenger ৩) whatsapp : 01932384877
৪) Wechat : ৫) facebook group ৬)facebook page
৭) youtube channel
কোন মন্তব্য নেই