হাঙ্গেরি সরকারী ফুল ফান্ডেড স্কলারশিপ Hungry full funded scholarship
Hungary Full funded scholarship
Hungary government 2013 সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম scholarship দিয়ে আসছে। 2020-2021 session এ প্রায় 5000 বিদেশী শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় Bachelor , Masters , ওয়ান টায়ার মাস্টার্স এবং PHD তে পড়তে পারবে। গতবছর গুলোর ধারাবাহিকতায় এবছরও Bangladesh থেকে Bachelor এবং masters পর্যায়ে 80 জন এবং PHD প্রোগ্রামে 20 জনকে এই scholarship দেয়া হবে। উল্লেখ্য এ নিয়ে ৩য় বারের মত বাংলাদেশী শিক্ষার্থীদের এই scholarship দেয়া হচ্ছে। পুর্বের 2 বারের ন্যায় এবারো এই scholarship আবেদনে আমাদের online support সম্পুর্ন ফ্রিতে নেয়া যাবে।
hungary সরকার এর মাধ্যমে দেশটিতে বিদেশী শিক্ষার্থী বৃদ্ধি করার নীতি গ্রহণ করেছে। কোনো student যদি একই সাথে bachelor এবং masters প্রোগ্রামের জন্য scholarship নিতে ইচ্ছুক থাকে তাহলে One টায়ার masters এর জন্য আবেদন করতে হবে। one টায়ার প্রোগ্রাম টি দেয়া হচ্ছে জেনারেল Medicine , farmacy , Dentistry , architecture , law , ভেটেরিনারি সার্জারি, ফরেস্ট্রি ইঞ্জিন্যারিং ইত্যাদি subject এর ক্ষেত্রে।

hungary সরকার এর মাধ্যমে দেশটিতে বিদেশী শিক্ষার্থী বৃদ্ধি করার নীতি গ্রহণ করেছে। কোনো student যদি একই সাথে bachelor এবং masters প্রোগ্রামের জন্য scholarship নিতে ইচ্ছুক থাকে তাহলে One টায়ার masters এর জন্য আবেদন করতে হবে। one টায়ার প্রোগ্রাম টি দেয়া হচ্ছে জেনারেল Medicine , farmacy , Dentistry , architecture , law , ভেটেরিনারি সার্জারি, ফরেস্ট্রি ইঞ্জিন্যারিং ইত্যাদি subject এর ক্ষেত্রে।

স্টাইপেন্ডিয়াম Hungarian scholarship আওতায় যা যা পাবেন-
১। Tution fee free
২। stipend: মাসে বাংলাদেশী টাকায় প্রায় 13500 টাকা স্টাইপেন্ড masters এর জন্য , PHD প্রোগ্রামের ক্ষেত্রে যা প্রায় 47 হাজার টাকা
৩। Hostel fee free । উল্লেখ্য, ডরমিটরিতে না থাকতে চাইলে মাসে বাংলাদেশী টাকায় প্রায় ১২ হাজার টাকা করে দেয়া হবে বাড়ি ভাড়া ভাতা বাবদ।
৪। Medical insurance free
১। Tution fee free
২। stipend: মাসে বাংলাদেশী টাকায় প্রায় 13500 টাকা স্টাইপেন্ড masters এর জন্য , PHD প্রোগ্রামের ক্ষেত্রে যা প্রায় 47 হাজার টাকা
৩। Hostel fee free । উল্লেখ্য, ডরমিটরিতে না থাকতে চাইলে মাসে বাংলাদেশী টাকায় প্রায় ১২ হাজার টাকা করে দেয়া হবে বাড়ি ভাড়া ভাতা বাবদ।
৪। Medical insurance free
কেন যাবেন হাঙ্গেরী:
- 100% Tuition Fee Free মানে ফ্রিতে পড়াশুনা।
- ইউনিভার্সিটি গুলো World Ranking-এ শীর্ষ অবস্থানে প্রথম ১০০ মধ্যে ।
- 100% Hostel Fee Free (মাষ্টারস বা পি এইচ ডি এর জন্য সিঙ্গেল এসি রুম দিয়ে থাকে)
- বাংলাদেশের Public University মানে BUET or Dhaka university এর তুলনায় অনেক ভালো
- বিশ্বমানের শিক্ষা-ব্যবস্থা ।
আবেদনের যোগ্যতা or Elligibility:
১। Foreighn নাগরিক হতে হবে।
২। অবশ্যই 18 বছর বয়স হতে হবে। age 18 বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না।
৩। Ielts score ন্যূনতম ব্যান্ড স্কোর 5 থাকতে হবে। তবে subject ভেদে আরো বেশি লাগতে পারে। তাই আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের পছন্দের সাবজেক্টটির Requirment দেখে নিন।
১। Foreighn নাগরিক হতে হবে।
২। অবশ্যই 18 বছর বয়স হতে হবে। age 18 বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না।
৩। Ielts score ন্যূনতম ব্যান্ড স্কোর 5 থাকতে হবে। তবে subject ভেদে আরো বেশি লাগতে পারে। তাই আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের পছন্দের সাবজেক্টটির Requirment দেখে নিন।
আবেদনের জন্য যে ডকুমেন্টগুলো লাগবে-
১। Motivation letter
২। Ielts স্কোর (যদি না থাকে তাহলে 1 august , 2021 এর মধ্যে Ielts দিয়ে আপলোড করতে দেয়া হবে)
৩। academic সার্টিফিকেট এবং Transcript (সার্টিফিকেট ১ আগস্ট ২০২০ এর মধ্যে আপলোড করতে হবে)
৪। Medical সার্টিফিকেট (যদি এখন না থাকে তাহলে ১ আগস্ট ২০২০ এর মধ্যে আপলোড করতে হবে)
৫। passport (যদি এখন না থাকে তাহলে ১ আগস্ট ২০২০ এর মধ্যে আপলোড করতে হবে)
এছাড়া এবার থেকে পুলিশ varification or police clearance সার্টিফিকেট জমা দিতে হবে। অনলাইনে আবেদন ১৫ জানুয়ারির মধ্যে সাবমিট করতে হবে।
আবেদন করবেন যেভাবে-
আবেদন করতে এখানে একাউন্ট খুলে অনলাইনে আবেদন করতে হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত এই লিংকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন 100% free সাপোর্ট নিতে পারেন।
Online আবেদন সম্পন্ন করার পর আবেদনের copy সহ প্রয়োজনীয় সকল document নিচের ঠিকানায় জমা দিতে হবে।
প্রাপকের ঠিকানা-
যুগ্নসচিব (বৃত্তি)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়,
বাংলাদেশ সচিবালয় , Dhaka ।
আবেদনপত্র সচিবালয়ের ২ নং গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে সকাল ১০.টা থেকে ১১.০০টা এবং বিকাল ৩.৩০টা থেকে ৪.৩০টার মধ্যে জমা দি
আবেদন টাইমলাইন
15 january - online এবং সেন্ডিং পার্টনারের (শিক্ষা মন্ত্রনালয়) কাছে আবেদন সাবমিট
28 February - টেকনিক্যাল checking এবং নমিনেশন প্রসেস
march থেকে may - সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন processs
জুন- result
জুন থেকে july - visa এপ্লিকেশন process
সেপ্টেম্বর- hjungary তে আসা
১। Motivation letter
২। Ielts স্কোর (যদি না থাকে তাহলে 1 august , 2021 এর মধ্যে Ielts দিয়ে আপলোড করতে দেয়া হবে)
৩। academic সার্টিফিকেট এবং Transcript (সার্টিফিকেট ১ আগস্ট ২০২০ এর মধ্যে আপলোড করতে হবে)
৪। Medical সার্টিফিকেট (যদি এখন না থাকে তাহলে ১ আগস্ট ২০২০ এর মধ্যে আপলোড করতে হবে)
৫। passport (যদি এখন না থাকে তাহলে ১ আগস্ট ২০২০ এর মধ্যে আপলোড করতে হবে)
এছাড়া এবার থেকে পুলিশ varification or police clearance সার্টিফিকেট জমা দিতে হবে। অনলাইনে আবেদন ১৫ জানুয়ারির মধ্যে সাবমিট করতে হবে।
আবেদন করবেন যেভাবে-
আবেদন করতে এখানে একাউন্ট খুলে অনলাইনে আবেদন করতে হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত এই লিংকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন 100% free সাপোর্ট নিতে পারেন।
Online আবেদন সম্পন্ন করার পর আবেদনের copy সহ প্রয়োজনীয় সকল document নিচের ঠিকানায় জমা দিতে হবে।
প্রাপকের ঠিকানা-
যুগ্নসচিব (বৃত্তি)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়,
বাংলাদেশ সচিবালয় , Dhaka ।
আবেদনপত্র সচিবালয়ের ২ নং গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে সকাল ১০.টা থেকে ১১.০০টা এবং বিকাল ৩.৩০টা থেকে ৪.৩০টার মধ্যে জমা দি
আবেদন টাইমলাইন
15 january - online এবং সেন্ডিং পার্টনারের (শিক্ষা মন্ত্রনালয়) কাছে আবেদন সাবমিট
28 February - টেকনিক্যাল checking এবং নমিনেশন প্রসেস
march থেকে may - সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন processs
জুন- result
জুন থেকে july - visa এপ্লিকেশন process
সেপ্টেম্বর- hjungary তে আসা
লেখকঃ
Md jobayer hossain
B.S.C Engineering: university of Dhaka
M.S.C: Semmelweis University (Hungary)
P.H.D: Semmelweis University ( Hungary)
সম্পাদনায়ঃ
Md khairul islam
Diploma : Dhaka Polytechnic Institute
Bsc Engineering: DUET
M.S.C : Technical University of Berlin (Germany)
P.H.D: Technical University of Berlin (Germany)
সার্বিক সহযোগিতায়ঃ
১)
Md anamul islam
B.S.C: BUTEX
M.S.C : Qingdao university (china)
P.H.D: Qingdao University (China)
২) md inam fazle Rabbi
B.S.C : BUET
M.S.C: Georgia Institute Of Technology (USA)
P.H.D : Georgia Institute Of Technology (USA)
Contact for any Help:
১) imo : 01762640156 ২) whatsapp : 01932384877 ৩) Wechat :
কোন মন্তব্য নেই