italy scholarship
ইতালিতে এসেছি আজকে প্রায় ১ বছর হচ্ছে , ইতালি এমন একটা দেশ যেখানে পরাশুনা একদম ফ্রি, থাকা খাওয়াও ফ্রি, অফার লেটার পেলে মুটামুটি স্কলারশিপ কনফার্ম । শুধু টাইম টু টাইম ডকুমেন্টস সাবমিট করতে হয়।
যেহেতু চায়নাতে ব্যাচেলর করা, এবং চায়না গ্যাজুয়েটদের ভিসা রেশিও বেশি বাকিদের তুলনায়, অনেকেই চায়না থেকে ইউরোপে মোভ করতে ইচ্ছুক। সে ক্ষেত্রে যতটুকু পেরেছি এখন পর্যন্ত হেল্প করে গেলেও দেখা যায় অনেকেই আপ্লিকেশনে ভুল করে ফেলেন বা কিছু কিছু ছোট জিনিস মিস করে যান, যেটা হয়তো আপ্লিকেশনের জন্য অনেক ইম্পরট্যান্ট ।
একটা আপ্লিকেশন কমপ্লিট করতে ২০-৩০ মিনিট টাইম লেগে যায়, আর সবাইকে একজন একজন করে ইউরোপ থেকে বসে এট লিস্ট এই সার্ভিস দেওয়া অনেক কঠিন হয়ে যায় ।অনেক চিন্তা করে অনেকের সাথে কথা বলে তাই একটা সমধানে আসার ট্রাই করেছি,
আপনারা যারা আপ্লিকেশনে গুলিয়ে ফেলেন ওনাদের জন্যে আপ্লিকেশন অ্যাসিস্ট্যান্ট সার্ভিস । আপনার হয়ে আপনার ব্য্যাক্তিগত ইমেল ব্যাবহার করে আমরা উনিভার্সিটিতে আপ্লিকেশন করে দিব ।
- যদি আপ্লিকেশন ফি থাকে তাহলে সেটা আপনি পে করবেন, আপনার কার্ড দিয়ে পে করলে করতে পারেন , বা আমাদের টাকা দিলে আমরা পে করে দিবো ইউরো তে ।
- উনিভার্সিটিতে আপ্লিকেশন পুর্বে আমারা আপনার প্রোফাইল যত্ন সহকারে রিভিউ করে আপনার প্রোফাইল ম্যাচ করে এমন উনিভার্সিটিত সাজেস্ট করবো ।
- আপনাকে কমপক্ষে ৩টি উনিভার্সিটিতে আপ্লিকেশন করতে হবে, কারন আপনার উনিভার্সিটিতে আপ্লিকেশন জন্যে আপনার সিভি-মোটিভেশন লেটারে সহ বাকি প্রোফাইল রেডি করতে আমাদের আলাদা করে বেশ কিছু ঘণ্টা ব্যয় করতে হবে ।
- আমারা নেক্সট সেশনের জন্যে শুধু ইতালি এর জন্যে কাজ করবো , পরবর্তিতে অন্যান্য গুলো নিয়ে চিন্তা করবো ।
যেহেতু আপনারাও স্টুডেন্ট, তাই সকল কিছু বিবেচনা করে প্রতি উনিভার্সিটিতে আপ্লিকেশন বাবদ আমারা মাত্র ৫০০০ (পাঁচ হাজার টাকা) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
অনেকে বিরূপ মন্তব্য করতে পারেন, কিন্তু আমার কাছে এইটাই আপাদত বেস্ট অপশন অনেকের উপকার করা । একদম ফ্রি করে দিলে অনেক কিছু মিস ইউজ হয়, আমিও একটা টাইম স্পেন্ড করবো । সব মিলিয়ে আপনাদের মতামত জানাতে কমেন্টস করতে পারেন, সবাইকে স্বাগতম ।
ধন্যবাদ টাইম নিয়ে পড়ার জন্যে
contact us
Contact for any Help: আমাদের সাথে সরাসরি যোগাযোগ ও ফ্রি পরামর্শ পেতে সরাসরি যোগাযোগ করূণ
১) imo : +8801762640156 ২) whatsapp : +8801932384877 ৩) Wechat : Shazzat24
৪) facebook group ৫) facebook page
কোন মন্তব্য নেই