চায়না সরকারি স্ক্লারশীপে আবেদনের বিস্তারিত বিবরন_ Aplying procedure in chineese government scholarship program under csc
## >>>আপনি কিভাবে আবেদন করবেন
মোঃ সাজ্জাত হোসেন, স্যাংডং , চীন থেকেঃ প্রথমত, chineese গভঃ scholarship ( CSC ) হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য china সরকারের দেয়া scholarship , যার শুরু থেকে শেষ পর্যন্ত দেখভাল করে থাকে চাইনিজ স্কলারশিপ কাউন্সিল (csc)। লোকমুখে তাই স্কলারশিপটির নামই হয়ে গেছে CSC স্কলারশিপ।
কিভাবে আবেদন করবেন তা ভিডিও আকারে দেখতে এখানে ক্লিক করুন
এই স্কলারশিপে আবেদন করার উপায় হচ্ছে,
## >১/ ঢাকাস্থ চীনা Embassy এর মাধ্যমে/education Ministry: ঢাকাস্থ চীনা Embassy এর মাধ্যমে আবেদন করতে পারেন।
তবে সরাসরি embassy থেকে আবেদন করলে প্রথমবার scholarship না পেলে দ্বিতীয়বার অনেক ঝামেলা পোহাতে হয়। আর এটা Highly Competetive. । কাজেই ভেবেচিন্তে অ্যাপ্লাই করুন। কারন প্রোফাইল শক্তিশালি না হলে
অ্যাপ্লাই করে রিজেক্ট হতে পারেন। আর একবার রিজেক্ট হলে অনেক ক্ষেত্রে চায়না স্কলারশিপ এর দরজা তার জন্য
৩ বছরের জন্য বন্ধ হতে পারে। আবেদনের বিজ্ঞপ্তি প্রতি বছরই প্রকাশ করা হয়। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও পত্রিকায় বিজ্ঞপ্তি বের হয়।
এক্ষেত্রে আবেদন ২ ভাবে করা যায়
- সরাসরি চায়না দূতাবাসে গিয়েঃ আপনি সরাসরি চায়না দূতাবাসে গিয়ে তাদের নিকট থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে apply করতে পারেন।
- অনলাইনের মাধ্যমে ঃআপনি দুতাবাসে সরাসরি না গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন ।
এক্ষেত্রে প্রথমে অনলাইনে এখানে আবেদন করতে হবে। এরপর এখানে আবেদন করতে হবে।
উপরোক্ত ২ টি আবেদন কালার প্রিন্ট করে উপরে বর্নিত ডকুমেন্টগুলো সহ একটি বড় খামে ভরে নিচের ঠিকানায় গিয়ে জমা দিতে হবে
Joint Secretary (Scholarship)
Secondary & Higher Education Division
Ministry of Education
Room No- 1706, Building No- 06,
Bangladesh Secretariat, Dhaka-1000
খামের উপরে Tracking Number, Program প্রাপক, প্রেরক ও প্রোগ্রামের নাম লিখতে হবে।
আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন।
অনলাইন আবেদনের ক্ষেত্রে অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ও ফেসবুক গ্রুপে ইনবক্স করুন। অথবা সরাসরি আমাদের সাথে ইমো বা ম্যাসেঞ্জারে কথা বলতে পারেন।
এক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের Contact Us page এ বিস্তারিতে পাবেন।
## >২/ china তে পরিচিত কেউ থাকলে তার মাধ্যমেঃ
china তে পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে apply করাতে পারেন।
আর সবচেয়ে সহজ ও কার্যকারি পদ্ধতি হল চায়নায় পরিচিত কারো মাধ্যমে application জমা দেওয়া। এই পদ্ধতিতে কোন ঝামেলা নাই। আর এক্ষেত্রে স্কলারশীপ পাবার চান্স প্রায় ৯০% । কারন এক্ষেত্রে তারা নির্ভুলভাবে কাজগুলো সম্পাদন করে বলে স্কলারশীপ এর সম্ভাবনা মোটামুটি বেড়ে যায়। তাছাড়া এই পদ্ধতিতে অনেকেই প্রফেসর এর মাধ্যমে সরাসরি অ্যাপ্লাই করে বলে স্কলারশীপ প্রায় নিশ্চিত হয়ে যায়। তাছাড়া স্কলারশিপ পেলে তার মাধ্যমে আপনি জানতে পারবেন ও অন্যান্য কাজ সহজেই সম্পাদন করতে পারবেন।
এই ২য় পদ্ধতিতে আপনার পরিচিত ব্যাক্তি যিনি চায়নায় থেকে সে সহজে প্রসেসিং করতে পারে। ২য় মাধ্যম কারো হাতের লাগালে থাকলে ১ম প্রসেসে না যাওয়াই ভাল । তবে যদি রেজাল্ট, Ielts , বা Hsk থেকে তবে এম্বাসি এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন । ১ম বা ২য় যে পদ্ধতিতেই অ্যাপ্লাই করুন না কেন আপনি csc scholarship পেলে সুবিধা একই রকম থাকবে । কাজেই ২য় পদ্ধতি আপনার হাতে খোলা থাকলে এই পদ্ধতিতে অ্যাপ্লাই করার চেষ্টা করুন।
## >৩/ যে university তে ভর্তি হবেন সে বিশ্ববিদ্যালয়ের professor এর মাধ্যমেঃ
সবচেয়ে ভাল পদ্ধতি হল যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সে বিশ্ববিদ্যালয়ের professsor এর মাধ্যমে আবেদন করা। এক্ষেত্রে আপনি অনেক সুবিধা পাবন। বিশ্ববিদ্যালয়ের চাইনিজ শিক্ষকরা recommendation করে। এতে করে সবচেয়ে বড় সুবিধাটা হল, আপনি যে বিশ্ববিদ্যালয়ে চাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের কাছ থেকে কোন ধরনের invitation লেটার নিতে হচ্ছে না। তাছাড়া চীনা professor আপনাকে সরাসরি আপনার কাগজপত্র প্রস্তুত করে দেয় বলে আপনার scholarship পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এক্ষেত্রে সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে প্রফেসরকে মেইল করুন। মেইলের রিপ্লাই দিলে সে সব ব্যাপারে হেল্প করবে। চায়নার প্রফেসররা খুবই হেল্প ফুল মাইন্ড এর । কাজেই যদি আপনি কষ্ট করে মেইল করেন তাহলে এক্ষেত্রে এই পদ্ধতিটা অনেক কাজের হবে । কাজেই ৩য় মেথডটা অনেক গুরুত্বপুর্ন। আর এতে স্কলারশীপ পাবার ক্ষেত্রে এগিয়ে থাকবেন । কারন এম্বাসি এর মাধ্যমে না করে এ পদ্ধতি টা অনেক গুরুত্বপুর্ন।
শুধু একটু কষ্ট করে মেইল কালেক্ট করে মেইল করুন। আর না পারলে আমাদের সহযোগিতা নিতে পারেন।
## >৪/ সরাসরি ইন্টারনেটে ঃ
সরাসরি ইন্টারনেটে আবেদন করতে পারেন।
আপনি চাইলে সরাসরি ইন্টারনেটে china স্কলারশিপের web সাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।web সাইটের ঠিকানা( [http://en.csc.edu.cn/](http://en.csc.edu.cn/…)) তবে যে বিশ্ববিদ্যালয়ে পড়বেন ঐ বিশ্ববিদ্যালয়ের কোনো professor এর কাছ থেকে ইনভাইটেশন লেটার নিতে হবে।
কাজেই এই পদ্ধতি টা অনেক কঠিন হয়ে যায়। কারন প্রফেসর এর মেইলে মেইল করার পর রিপ্লাই এর অপেক্ষায় থেকে হয়ত অনেক দেরি করে ফেলবেন । কারন চায়নাতে ১ম ধাপেই অ্যাপ্লাই করাটা জরুরি। আর invitation letter পেতে অনেক সময় দেরী হয়ে যেতে পারে।
## >৫/ সরাসরি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে ঃ
সরাসরি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব scholarship এর জন্য আবেদন করা যায়। এক্ষেত্রেও ঐ বিশ্ববিদ্যালয়ের কোনো professor এর কাছ থেকে invitation লেটার নিতে হয়। এক্ষেত্রে অবশ্য আগে থেকে china ভাষা জানার প্রয়োজন নেই।
## >৬/ যেসকল বিশ্ববিদ্যালয়ে china ভাষা শিক্ষা দেয় তাদের মাধ্যমে ঃ
যেসকল বিশ্ববিদ্যালয়ে china ভাষা শিক্ষা দেয় আপনি তাদের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারেন।
বাংলাদেশে যেসব বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ভাষা শেখানো হয় সেগুলো হচ্ছে
> আধুনিক ভাষা institute , ঢাবি
>কনফুসিয়াস institute , এন এস ইউ
>ব্র্যাক university
> সিআরআই কনফুসিয়াস ক্লাসরুম, শান্তা মরিয়াম university ।
কিভাবে আবেদন করবেন তা ভিডিও আকারে দেখতে এখানে ক্লিক করুন
অনলাইন আবেদনের ক্ষেত্রে অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ও ফেসবুক গ্রুপে ইনবক্স করুন। অথবা সরাসরি আমাদের সাথে ইমো বা ম্যাসেঞ্জারে কথা বলতে পারেন।
Author and writer:
md shazzat hossain
Diploma : textile institute Dinajpur
B.S.c: University Of Dhaka (BTEC)
M.S.c: Qingdao University (china)
P.H.D:
contacts:
সম্পাদনায়ঃ
Md khairul islam
Diploma : Dhaka Polytechnic Institute
Bsc Engineering: DUET
M.S.C : Technical University of Berlin (Germany)
P.H.D: Technical University of Berlin (Germany)
সার্বিক সহযোগিতায়ঃ
১)
Md anamul islam
B.S.C: BUTEX
M.S.C : Qingdao university (china)
P.H.D: Qingdao University (China)
২) md inam fazle Rabbi
B.S.C : BUET
M.S.C: Georgia Institute Of Technology (USA)
P.H.D : Georgia Institute Of Technology (USA)
Contact for any Help:
১) imo : 01762640156 ২) Facebook Messenger ৩) whatsapp : 01932384877
৪) Wechat : ৫) facebook group ৬)facebook page
৭) youtube channel
আরো স্কলারশিপ সম্পর্কে জানুনঃ
১) চায়না স্কলারশিপ ২) সৌদি আরবে স্কলারশীপ ৩) অন্যান্য স্কলারশিপ ৪) chineese Government scholarship
৫ ) csc scholarship ৬) Germany full funded scholarship ৭) Textile full funded scholarship
8) Other full funded scholarship 9) usa full funded scholarship
কোন মন্তব্য নেই