scrooling text

RED ALLERT

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি
যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে
যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।
যেকোন তথ্যের জন্য ফ্রিতে আমার whatsapp বা Imo তে যোগাযোগ করুন।

The Schwarzman Scholars Program (প্রোগ্রাম)

 The Schwarzman Scholars বা শোয়ার্জম্যান  স্কলার প্রোগ্রামের আওতায় Tsinghua University (তিংশুয়া বিশ্ববিদ্যালয়) তে Professional Master’s Degree in Global Affairs প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। রাজধানী বেইজিং এ অবস্থিত Tsinghua University ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। বিশ্ব র‍্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৭ তম। The Schwarzman Scholars প্রোগ্রামে স্কলার্স মনোনয়নের ক্ষেত্রে একাডেমিক পড়াশোনার ছাড়াও নেতৃত্ব, এন্ট্রাপ্রেনারিয়াল গুণাবলি, অন্যান্য কালচার সম্পর্কে ধারণা,মনোভাব ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরাও  এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। 



এ স্কলারশিপের আওতায় যা যা পাবেন- 

১। টিউশন ফি   
২। থাকার খরচ
৩। একাডেমিক ইয়ারের শুরু এবং শেষে বেইজিং এ আসা যাওয়ার খরচ
৪। দেশের অভ্যন্তরে শিক্ষা সফর
৫। কোর্সের বই
৬। ল্যাপটপ
৭। স্বাস্থ্য বীমা
৮। ভাতা
 
 
আবেদনের যোগ্যতা-

১। আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে।
    বিঃ দ্রঃ যাদের আন্ডারগ্র্যাড প্রোগ্রাম এখনো শেষ হয়নি, কিন্তু ১ আগস্ট, ২০১৯ এর মধ্যে শেষ হবে তারাও আবেদন করতে পারবে।
২। ১ আগস্ট, ২০১৯ এ বয়স ১৮ হতে ২৯ এর মধ্যে হতে হবে।
৩। যদি আন্ডারগ্র্যাজুয়েশনের শিক্ষার মাধ্যম ইংরেজি হয় তবে কোনো ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণের সার্টিফিকেটের দরকার নেই। অন্যথায় আইইএলটিএস ৭ থাকতে হবে। 
৪। বিবাহিতরাও আবেদন করতে পারবে।


আবেদন প্রক্রিয়া-

আবেদনকারীকে নিম্নোক্ত ডকুমেন্টসসহ আবেদন অনলাইনে জমা প্রদান করতে হবে।
১। একাডেমিক ট্রান্সক্রিপ্ট
২। তিনটি ইলেক্ট্রনিক রিকমেন্ডেশন লেটার
৩। সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও (ভিডিওতে আবেদনকারী নিজের সম্পর্কে বলবে)
৪। সিভি/কারেন্ট রিজিউম
৫। ২ টি রচনা
    রচনা ১- স্টেটমেন্ট অফ পারপাস এন্ড লিডারশিপ (৭৫০ শব্দের মধ্যে)
    রচনা ২- কারেন্ট অ্যাফেয়ার্স (৫০০ শব্দের মধ্যে)
 

আবেদন করবেন যেভাবে-
 
অনলাইনে এখানে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। শর্টলিস্টেড দেরকে ব্যাংকক, লন্ডন অথবা নিউইয়র্কে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে আমাদের অনলাইন সাপোর্ট নিন।  এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এবং বাকি ধাপগুলোর জন্য প্রয়োজনীয় গাইডলাইন দেবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। 
 

অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে- অনলাইন সাপোর্ট সেবা ​ । অনলাইন আবেদনের ক্ষেত্রেঅনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে  ইনবক্স করুন।  

সতর্কতাঃ

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।যেকোন তথ্যের জন্য সম্পুর্ন ফ্রিতে 
যোগাযোগ করুন আমাদের whatsapp=  বা  Imo =   নাম্বারে। আর আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে জয়েন হয়ে থাকুন যাতে সকল স্কলারশীপ এর খবর তাড়াতাড়ি পাইতে পারেন।

সম্পাদনায়ঃ

Md khairul islam
Diploma : Dhaka Polytechnic Institute
Bsc Engineering: DUET
M.S.C :  Technical University of Berlin (Germany)
P.H.D:  Technical University of Berlin (Germany)

সার্বিক সহযোগিতায়ঃ

১)  

Md anamul islam

B.S.C: BUTEX

M.S.C : Qingdao university (china)

P.H.D: Qingdao University (China)

২) md inam fazle Rabbi

B.S.C :  BUET

M.S.C: Georgia Institute Of Technology (USA)

P.H.D :  Georgia Institute Of Technology (USA)

লেখকঃ

md shazzat hossain 
Diploma : textile institute Dinajpur 
B.S.c: University Of Dhaka (BTEC) 
M.S.c: Qingdao University (china) 
P.H.D: 
contacts:




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.