চায়নাতে কত ধরনের ফুল ফান্ডেড স্কলারশীপ আছে
চায়নাতে কত ধরনের ফুল ফান্ডেড স্কলারশীপ আছে ঃ
চায়নাতে যারা পড়তে চান সবাই CSC scholarship নিয়েই পড়ে থাকে । কিন্তু এই স্কলারশীপ পাওয়া কিছুটা ভাগ্যের ব্যাপার। কারন কাগজ পত্রে কোন গরমিল হলে স্কলারশীপ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা ১০০%।
তবে এজন্য হতাশার কিছুই নাই।কারন চায়নাতে প্রায় ৫ ধরনের ফুল ফান্ডেড স্কলারশীপ আছে। যেগুলোর সুবিধা মোটামুটি CSC-A type এর কাছাকাছি। অর্থাৎ কাউকে বাসা থেকে টাকা নিয়ে পড়তে হবে না। বরং এসব স্কলারশিপে যে পরিমান টাকা দেয় তাতেও আপনি আনায়াসে ২০০০০ থেকে ৩০০০০ টাকা বাসায় পাঠাতে পারেন।
কাজেই যারা CSC_A TYPE স্কলারশীপ পাবেন কিনা এই দুশ্চিন্তায় ভুগতেছেন এই পোষ্টটি তাদের জন্য খুব কাজে লাগবে। তো চলুন আজকে চায়নাতে অন্যান কি ধরনের স্কলারশীপ আছে ও এই সব স্কলারশিপের সুবিধা ও অসুবিধা গুলো জানব।
Csc scholarship বাদে চায়নাতে আর কি কি ধরনের স্কলারশিপ আছেঃ
- Univerrsity scholarship / provincial scholarship
- Presidential scholarship
- Municipal scholarship
- CIS scholarship (Confucius Institute Scholarship)
- Scholarship For current students
- CSC scholarship (যা সম্পর্কে আপনার সবাই জানেন)
CSC scholarship সম্পর্কে না জানলে এখানে ক্লিক করুন।
উপরের CSC বাদে বাকি ৫ ধরনের স্কুলারশিপ ফুল ফান্ডেড পেলে আপনি CSC-A Type এর অনুরুপ সুবিধা পাবেন। আর Partial scholarship পেলেও আপনাকে বাসা থেকে ১ টাকাও নিয়ে পড়তে হবে না ।
যে পরিমান স্টাইপেন্ড পাবেন তাতে আপনার দিব্বি চলে যাবে।
আর এই ৫ ধরনের স্কলারশিপ এর Full funded scholarship পেলে আপনি বাসায় আনায়াসে ২০ থেকে ৩০ হাজার টাকা পাঠাতে পারবেন।
এখন আসি আসলে
- Univerrsity scholarship / provincial scholarship
- Presidential scholarship
- Municipal scholarship
- CIS scholarship (Confucius Institute Scholarship)
- Scholarship For current students
৩। hostel fee free (accomadation) । বলা ভাল যে আপনি provincial scholarship পাইলে এতে আপনাকে সিঙ্গেল/Double রুম দিয়ে থাকে (মেয়ে বা ছেলে যাই হোক সেম সুবিধা) । আর masters or PHD program এ আসলে স্বামী স্ত্রী সহ থাকার সুযোগ পাবেন । এতে আপনাকে বসবাসের জন্য Living allownce কিছু বেশী করে দিবে। মানে living allownce হিসেবে আপনার স্টাইপেন্ড এর সাথে আরো কিছু বেশী টাকা দিবে। তবে সেটা বিশ্ববিদ্যালয় এর কতৃপক্ষের উপর নির্ভর করে কত টাকা বেশী পাবেন।
৪। Monthly Stipend দেয় (18,000 -45,000 tk) ( ব্যাচেলর এর জন্য ১৮০০০-২৫০০০ টাকা , মাস্টারস এর জন্য ১৮০০০ থেকে ২৯০০০ টাকা , পি এইচ ডি এর জন্য ৩৫০০০ থেকে ৪৫০০০০ টাকা । উল্লেখ্য এই টাকা শুধু খাবার এর জন্য দেয়া হয় । এই টাকা থেকে সর্বোচ্চ ৬০০০ টাকা খাবার এর জন্য খরচ হতে পারে । মানে বাকি টাকা আপনি চাইলে জমা বা বাসায় পাঠাতে পারেন ।
২। Tution fee free অথবা half পে করতে হতে পারে।
৩। hostel fee free (accomadation) অথবা ২ থেকে ৩০০০ টাকা মানে ২০০ থেকে ৪০০ RMB লাগতে পারে। তবে সেটা বিশ্ববিদ্যালয় এর কতৃপক্ষের উপর নির্ভর করে কত টাকা বেশী পাবেন।
৪। Monthly Stipend দেয় (18,000 -45,000 tk) ( ব্যাচেলর এর জন্য ১০০০০-২৫০০০ টাকা , মাস্টারস এর জন্য ১৮০০০ থেকে ২৯০০০ টাকা , পি এইচ ডি এর জন্য ৩৫০০০ থেকে ৪৫০০০০ টাকা । এখন আপনাকে যদি Tution Fee half পে করতে হয় তাহলে এই টাকা থেকে প্রতি মাসে টাকা সেফ করে আপনি আনায়াসে Tution fee পরিশোধ করতে পারবনে।
৫। মেডিক্যাল ইন্সুরেন্স ফ্রি বা পেইড
অর্থাৎ আপনি চায়নাতে যেকোন স্কলারশীপ পেলে আপনি লাকি। কারন আপনাকে বাসা থেকে টাকা নিতে তো হবেই না। বরং ফুল ফান্ডেড পেলে টাকা বাসায় দিতে পারবেন। মানে পড়াশুনা অবস্থায় চাকরির মত । কারন
একবার ভাবুন ৩০০০০ টাকা সেলারি বাংলাদেশের মত দেশে পাইতে হলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে । আর সেখানে আপনি স্কলারশীপ নিয়ে পড়তে গেলে সহযে পড়ার পাশাপাশি বাসায় ৩০ হাজার টাকার সাপোর্ট দিতে পারবেন।
## >>>কিছু সাধারন প্রশ্ন
## >**পড়াশোনার খরচ কেমন?**
যদি আপনি self fund এ যান তবে মেডিকেল পড়ার জন্য Tution fee free , hostel ফি free , থাকা খাওয়া সব মিলিয়ে পাঁচ বছরে ন্যূনতম ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ হয়।
**পলিটেকনিক এ Diploma করলে কি apply করা যাবে?**
হ্যা করা যাবে । আপনি BSC পড়তে পারবেন ।
**চায়না ভাষা না জানলে কি আবেদন করা যাবে ?**
হ্যা যাবে। আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তারাই আপনাকে 3-6 মাস language শিক্ষার কোর্স করাবে।
**বিশ্ববিদ্যালয়গুলোর quality কেমন ?**
বিশ্ববিদ্যালয়গুলোর Ranking অনেক ভাল । আপনি নিজেই internet থেকে rank জেনে নিতে পারবেন ।
**পড়াশোনার পাশাপাশি job এর কোন সুবিধা আছে কিনা ?**
হ্যা । আপনি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম job এর সুযোগ রয়েছে।
সাবধানতা : বর্তমানে ব্যাঙ্গের ছাতার মত অনেক এজেন্সী গড়ে উঠছে । চায়না স্কলারশীপ সম্পর্কে ঠিকঠাক খোজ খবর না নিয়েই এসব এজেন্সীর সাথে কোন ধরনের ডিল করতে যাবেন না ।
সতর্কতাঃ
Author and writer:
md imran chowdhury
B.s.c: university of Dhaka
M.S.c: Tsinghua University (china)
P.H.D : Technical University of Munich (Germany)
contacts:
সম্পাদনায়ঃ
Md khairul islam
Diploma : Dhaka Polytechnic Institute
Bsc Engineering: DUET
M.S.C : Technical University of Berlin (Germany)
P.H.D: Technical University of Berlin (Germany)
সার্বিক সহযোগিতায়ঃ
১)
Md anamul islam
B.S.C: BUTEX
M.S.C : Qingdao university (china)
P.H.D: Qingdao University (China)
২) md inam fazle Rabbi
B.S.C : BUET
M.S.C: Georgia Institute Of Technology (USA)
P.H.D : Georgia Institute Of Technology (USA)
Contact for any Help:
১) imo : 01762640156 ২) Facebook Messenger ৩) whatsapp : 01932384877
৪) Wechat : ৫) facebook group ৬)facebook page
৭) youtube channel
আরো স্কলারশিপ সম্পর্কে জানুনঃ
১) চায়না স্কলারশিপ ২) সৌদি আরবে স্কলারশীপ ৩) অন্যান্য স্কলারশিপ ৪) chineese Government scholarship
৫ ) csc scholarship ৬) Germany full funded scholarship ৭) Textile full funded scholarship
8) Other full funded scholarship 9) usa full funded scholarship
কোন মন্তব্য নেই