scrooling text

RED ALLERT

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি
যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে
যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।
যেকোন তথ্যের জন্য ফ্রিতে আমার whatsapp বা Imo তে যোগাযোগ করুন।

ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের নার্সিং এ আবেদনের পরিপুর্ন গাইডলাইন -THE ERASMUS MUNDUS Nursing SCHOLARSHIP PROGRAMME

THE ERASMUS MUNDUS SCHOLARSHIP PROGRAMME in europe

Host country: European Union

 প্রতিবছর ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের আওতায় বেশকিছু program full funding  নিয়ে masters করা যায়। সাধারণত সেপ্টেম্বরের দিকে apply নেয়া শুরু হয়। এবার প্রায় 120  এরও অধিক subject এ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের Funding  রয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই প্রোগ্রাম গুলোতে apply করতে পারবে। 

এই 120  টি প্রোগ্রামেরই একটি হচ্ছে  Erasmus Mundus Joint Master Degree in Emergency and Critical Care Nursing) । চলুন জেনে নেই আবেদনের প্রয়োজনীয় information গুলো।


এই স্কলারশিপের আওতায় যা যা পাবেন- 

  • Tution fee fee 
  • Travel alllownce  হিসেবে এককালিন টাকা
  • medical insuarance
  • living allownce হিসেবে monthly  স্টাইপেন্ড। ১০০০ ইউরো পর্যন্ত মাসিক ভাতা যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ টাকা  
  • Accommodation free/Hostel free বাইরে থাকতে চাইলে তার জন্য এক্সট্রা টাকা ।
  • ফ্রী airticket
  • পড়া শুনা শেষে permanent Residency এর সুবিধা
  • পার্ট টাইম কাজের অনুমতি
  •  প্রতিবার বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সময় অতিরিক্ত 3000  euro ভাতা যা প্রায় বাংলাদেশী টাকায় 3 লক্ষ টাকা।  
  •  visa এবং travel এক্সপেন্সের জন্য 2000  euro বা  ২ লক্ষ টাকা।


আবেদনের যোগ্যতা- 

১। Nursing এ Bachelor ডিগ্রী থাকতে হবে 
২। আইইএলটিএস বা টোফেলে B2 level দক্ষতা score থাকতে হবে। (B2= IELTS 5.5-6.5)
৩। 3  years কাজের experience থাকতে হবে। 150 কর্ম ঘন্টা = ১ মাস ধরে হিসাব করবেন। 


আবেদন করতে যা যা লাগবে-
  •  certificate , transcript  scan copy
  • Curriculum Vitae
  • IELTS/TOFEL। যদি IELTS/TOFEL স্কোর না থাকে সেক্ষেত্রে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা যদি ইংরেজিতে হয় তাহলে Medium of Instruction (MoI) সনদ দিয়ে আবেদন করা যেতে পারে।
  • ২ জন ব্যক্তির Recommendation Letter 
  • Motivation Letter.
  • ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট 
  • পাসপোর্ট 
  • syllabus



আবেদন করবেন যেভাবে-

অনলাইনে এখানে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।  সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে
 আমাদের অনলাইন সাপোর্ট নিন।  এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। 

online সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে- 

=================================================================

Contact for any Help: আমাদের সাথে সরাসরি যোগাযোগ ও ফ্রি পরামর্শ পেতে সরাসরি যোগাযোগ করূণ

১)   imo : +8801762640156           ২) whatsapp : +8801932384877                     ৩)  Wechat : Shazzat24

৪) facebook group                                ৫)   facebook page 

==================================================================


Application Deadline:

আবেদনের শেষ সময় normally ৩১ শে December হয়ে থাকে।
​ 
ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের প্রোগ্রামগুলো নিয়ে আমরা ধারাবাহিক পোস্ট করবো। তাই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন  । 


সতর্কতাঃ

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।যেকোন তথ্যের জন্য সম্পুর্ন ফ্রিতে 
যোগাযোগ করুন আমাদের whatsapp=  বা  Imo =   নাম্বারে। আর আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে জয়েন হয়ে থাকুন যাতে সকল স্কলারশীপ এর খবর তাড়াতাড়ি পাইতে পারেন।

Contact for any Help:

১)   imo : 01762640156           ২) whatsapp : 01932384877                     ৩)  Wechat :  

৪)    Facebook Messenger         ৫) facebook group                   ৬)facebook page 

 ৭)  youtube channel 

writer: 

md md jubayer aaheli
B.s.c: university of Dhaka
M.S.c: Tsinghua University (china)
P.H.D : Technical University of Munich (Germany)
contacts:


ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.