scrooling text

RED ALLERT

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি
যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে
যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।
যেকোন তথ্যের জন্য ফ্রিতে আমার whatsapp বা Imo তে যোগাযোগ করুন।

আইসিসিআর স্কলারশিপ india government fully funded scholarship program

 india government fully funded scholarship program

 ২০২০-২১শিক্ষাবর্ষের জন্য আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আইসিসিআর স্কলারশিপ আবেদন শুরু হয়েছে। ভারত সরকার বাংলাদেশের পাশাপাশি ইউরোপ-আমেরিকা-আফ্রিকা-এশিয়ার মোট ৭৩টি দেশের শিক্ষার্থীকে এই স্কলারশিপ দিচ্ছে। এপর্যন্ত মোট ৩৫০০ জন বাংলাদেশী এই স্কলারশিপটি পেয়েছেন। । প্রতি বছর Bangladesh Scholarship Scheme ICCR-এর আওতায় মোট ২০০ জন স্কলারকে নির্বাচন করা হয়। গতবারের ন্যায় এবারো এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নেয়া যাবে। অনলাইন সাপোর্ট নেয়া সবাইকে আইসিসিআরের ইপিটি (EPT) পরীক্ষার নমুনা প্রশ্ন দেয়া হবে। 





আবেদনের যোগ্যতা- 


১। আন্ডারগ্র্যাজুয়েটে আবেদনের ক্ষেত্রে এইচএসসিতে ইংরেজিতে ৩ বা ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে। BE/B Tech প্রোগ্রামে আবেদন করতে চাইলে অবশ্যই  এইচএসসিতে পদার্থ, রসায়ন এবং গণিত থাকতে হবে। 

২। ২০২০ এর জুলাই এ বয়স ১৮ এর নিচে বা ৩০ বছরের এর উপরে হলে আবেদন করা যাবে না। 

৩। M. Phil/Doctoral/Post-Doctoral  প্রোগ্রামের ক্ষেত্রে সিনোপসিস জমা দিতে হবে আবেদনের সাথে। 


যা যা পাবেন- 

১।  প্রতি মাসে আন্ডারগ্র্যাজুয়েটে ১৮ হাজার রুপি, মাস্টার্সে ২০ হাজার রুপি, এমফিল/পিএইচডিতে ২২ হাজার রুপি এবং পোস্ট-ডক্টরালে ২৫ হাজার রুপি করে স্টাইপেন্ড দেয়া হবে।

২। ৫৫০০-৬৫০০ রুপি পর্যন্ত  হাউজ রেন্ট এলাওয়েন্স। উল্লেখ্য, কোনো মতেই স্কলারশিপপ্রাপ্তদের তাদের জন্য বরাদ্দকৃত আবাসন বাদ দিয়ে বাইরে বাসা ভাড়া নিয়ে থাকা যাবে না। 

৩। বছরে 
 আন্ডারগ্র্যাজুয়েটে ৫ হাজার রুপি, মাস্টার্সে ৭ হাজার রুপি, এমফিল/পিএইচডিতে ১২ হাজার ৫০০ রুপি এবং পোস্ট-ডক্টরালে ১৫ হাজার ৫০০ রুপি করে কন্টিনজেন্ট গ্র্যান্ট দেয়া হবে।

৪।  থিসিস সংক্রান্ত ব্যায়ের জন্য ৭-১০ হাজার রুপি দেয়া হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রয়োজনীয়  স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। 



আবেদন করতে যা যা লাগবে- 

১। ছবি 

২। সকল একাডেমিক মার্কশিট এবং সার্টিফিকেট

৩। পাসপোর্ট

৪। এন আই ডি বা জন্ম সনদের ইংরেজি কপি

৫। ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট 

আবেদন করবেন যেভাবে- 

অনলাইনে আবেদন করতে হবে এখানে গিয়ে। 
আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন এবং আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত।  

অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন । অনলাইন আবেদনের ক্ষেত্রে  অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক  পেজে 
 ইনবক্স করুন।  

আবেদনের শেষ সময় ১২ ডিসেম্বর  বিকাল ৫ টা পর্যন্ত।   

আপডেট- 
 আগামী ১৯ ডিসেম্বর  বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। 


=================================================================

Contact for any Help: আমাদের সাথে সরাসরি যোগাযোগ ও ফ্রি পরামর্শ পেতে সরাসরি যোগাযোগ করূণ

১)   imo : +8801762640156           ২) whatsapp : +8801932384877                     ৩)  Wechat : Shazzat24

৪) facebook group                                ৫)   facebook page 

==================================================================


Author  and writer:

md imran chowdhury
B.s.c: university of Dhaka
M.S.c: Tsinghua University (china)
P.H.D : Technical University of Munich (Germany)
contacts:

সম্পাদনায়ঃ

Md khairul islam

Diploma : Dhaka Polytechnic Institute

Bsc Engineering: DUET

M.S.C :  Technical University of Berlin (Germany)

P.H.D:  Technical University of Berlin (Germany)

সার্বিক সহযোগিতায়ঃ

১)  

Md anamul islam

B.S.C: BUTEX

M.S.C : Qingdao university (china)

P.H.D: Qingdao University (China)

২) md inam fazle Rabbi

B.S.C :  BUET

M.S.C: Georgia Institute Of Technology (USA)

P.H.D :  Georgia Institute Of Technology (USA)

Contact for any Help:

১) imo : 01762640156           ২) Facebook Messenger       ৩) whatsapp : 01932384877

৪) Wechat :                          ৫) facebook group                   ৬)facebook page 

 ৭)  youtube channel 


আরো স্কলারশিপ সম্পর্কে জানুনঃ

১) চায়না স্কলারশিপ  ২)  সৌদি আরবে স্কলারশীপ   ৩) অন্যান্য স্কলারশিপ  ৪) chineese Government scholarship

৫ ) csc scholarship   ৬) Germany  full funded scholarship   ৭)  Textile  full funded scholarship  

8)  Other  full funded scholarship 9) usa  full funded scholarship





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.