scrooling text

RED ALLERT

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি
যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে
যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।
যেকোন তথ্যের জন্য ফ্রিতে আমার whatsapp বা Imo তে যোগাযোগ করুন।

জার্মানীর প্রায় ১০ ধরনের স্কলারশীপ fully funded scholarship in Germany

  • Fully funded scholarship in Germany

 উচ্চশিক্ষায় পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় Germany অন্যতম। এর কারণ পড়াশোনার ক্ষেত্রে অন্য ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় জার্মানীতে খরচ খুব কম । আর এখানে Tution fee free । তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে এর পড়াশোনার মানের সুখ্যাতি এর অন্যতম cause । German বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু German ভাষার পাশাপাশি English ভাষায়ও Program পরিচালনা করা হয়ে থাকে। তবে english ভাষায় Program মূলত Post graduade পর্যায়ে বেশি।


পোস্টের Headline দেখেই বুঝতে পারছেন আজকে আমরা বলবো জার্মানীতে পড়ার জন্য বিদ্যমান সকল Schoalrship নিয়ে। 
যদি জার্মানীতে পড়তে যাওয়া আপনার Target  হয়ে থাকে তাহলে এই Post টি আপনার জন্যই। আপনার Academic profile এবং পছন্দের উপর ভিত্তি করে এখানের scholarship গুলো থেকে একটি Shortlist করে সে অনুযায়ী নিজে কে Prepare করে ফেলুন জার্মানীর জন্য! 

সরকারী অর্থায়নে থাকা স্কলারশিপসমূহ:

  1. DAAD Scholarship:
The German Academic Exchange Service (DAAD)  আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকমের scholarship বা Fund দিয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য Postgraduate লেভেলে এই স্কলারশিপের জন্য apply করা যায়। স্কেম ভেদে monthly stipend  সহ বিভিন্ন সুবিধা পাওয়া যায়।  চট করে DAAD  schoalrship ডাটাবেজ থেকে দেখে নিন বাংলাদেশী শিক্ষার্থীরা DAAD কোন কোন স্কলারশিপের জন্য এখন আবেদন করতে পারছে। 

2) ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ- erasmus mundus scholarship


ইউরোপে পড়াশোনার ক্ষেত্রে যেসব scholarship দেয়া তার মধ্যে সবথেকে নাম-ডাক যে স্কলারশিপ তার নাম erasmus mundus scholarship। ইউরোপীয় commision এই scholarship টি প্রদান করে থাকে। Biman টিকেট থেকে শুরু করে যাবতীয় খরচ হয়ে যায় এই একটি স্কলারশিপে। তবে এই স্কলারশিপের আওতাভুক্ত প্রোগ্রামের জন্য apply করতে হবে। বাংলাদেশী শিক্ষার্থীরা Postgraduate পর্যায়ে পড়াশোনার ক্ষেত্রে এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। সাধারণত august থেকে january পর্যন্ত erasmus mundus scholarship/ স্কলারশিপের আবেদন নেয়া হয়।
 

ফাউন্ডেশন/ বেসরকারী অর্থায়নে থাকা স্কলারশিপসমূহ
 

  • আইনস্টাইন ইন্টারন্যাশনাল পোস্টডক্টরাল ফেলোশিপ- 
আইনস্টাইন Foundation Berlin এই ফেলোশিপটি দিয়ে থাকে। ক্ষেত্রভেদে 5  বছর পর্যন্ত এই Fellowship নেয়া যায়। যারা ইতিমধ্যে পড়াশোনার জন্য প্রয়োজনীয় Funding পেয়ে গেছে তারাও এই ফেলোশিপের জন্য apply করতে পারে। এই ফেলোশিপ মূলত গবেষণাকে উৎসাহিত করতে দেয়া হয়ে থাকে। এই ফেলোশিপের Details পাবেন এখানে। 
 
  • হেইনরিখ বোল স্কলারশিপ-
হেইনরিখ বোল Foundation এই স্কলারশিপটি দিয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরা জার্মানীতে masters প্রোগ্রামের জন্য এই স্কলারশিপে apply করতে পারবে। তবে condition হলো german language জানা থাকতে হবে।  সেমিস্টার শুরু করার ঠিক আগমুহূর্তে apply করতে হয়। জানুয়ারী থেকে 1  মার্চের মধ্যে সাধারণত apply করা যায়। Details দেখুন এখানে। 
 
  • হামবোল্ট রিসার্চ ফেলোশিপ-
এই Fellowship টি Post PHD রিসার্চের ক্ষেত্রে দেয়া হয়ে থাকে। alexander van হামবোল্ট Foundation প্রতিবছর 400-500  জন পোস্টডক্টরাল রিসার্চারকে এই Fellowship দিয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরা এই Foundation থেকে দেয়া George ফরস্টার Research ফেলোশিপের জন্যও apply করতে পারবে। এটি প্রতিবছর প্রায় 75  জনকে দেয়া হয়ে থাকে। বিস্তারিত পাবেন এখানে। 
 
  • কনরাড আডেনেউর স্টিফটাঙ্গ স্কলারশিপ- 
বয়স 30 বছরের নিচে এমন শিক্ষার্থীরা masters এবং পিএইচডির কোর্সের ক্ষেত্রে এই স্কলারশিপের জন্য apply করতে পারবেন। কনরাড আডেনেউর স্টিফটাঙ্গ স্কলারশিপের আওতায় masters প্রোগ্রামের জন্য 2  বছর পর্যন্ত মাসে 83 হাজার টাকা Stipend পাওয়া যাবে। এছাড়াও আবেদনকারীর সাথে তার Family বা children সহ জার্মানীতে অবস্থান করতে চাইলে তাদের জন্যও আলাদা allownce  দেয়া হয়ে থাকে। আরো জানতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। 
  •  কার্ল ডুসবার্গ স্কলারশিপ-

যারা Medical science  , medical engineering ,  মেডিসিন, ভেটেরিনারি Medicine , পাবলিক health , হেলথ ইকোনমিকসে রিসার্চের কথা ভাবছেন তাদের জন্য এই Fellowship প্রোগ্রামটি। Masters , PHD কোর্সের যেকোনো Research প্রজেক্টের ক্ষেত্রে এই ফেলোশিপের জন্য apply করা যাবে। এছাড়া বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আরো কয়েকটি ফেলোশিপ দিয়ে আসছে বায়ের Foundation । এগুলোর বিস্তারিত পাবেন এখানে। 
 
  • মেরী কুরি ইন্ট্রান্যাশনাল ইনকামিং ফেলোশিপ-
science ও প্রযুক্তির Research প্রজেক্টগুলোতে bangladesh সহ তৃতীয় বিশ্বের মেধাবী রিসার্চারদেরকে এই Fellowship দিয়ে থাকে ইউরোপীয় commision । জার্মানী ছাড়াও ইউরোপের অন্য দেশগুলোর ক্ষেত্রেও এই ফেলোশিপের জন্য আবেদন করা যায়। এই ফেলোশিপের আওতায়12-14  মাস পর্যন্ত মাসিকভিত্তিতে আর্থিক সহায়তা পাবেন। মেরী কুরি ইন্ট্রান্যাশনাল incoming Fellowship প্রোগ্রামের হোমপেজ
   
  • মাউইস্তা স্কলারশিপ- 
যারা জার্মানীতে Children+ family সাথে নিয়ে আসার plan করছেন তাদের জন্যই মূলত মাউইস্তা scholarship । অনেক্ষেত্রেই পড়াশোনা এবং থাকা-খাওয়ার খরচ manage হলেও সন্তানকে সাথে রাখার আর্থিক সঙ্গতি হয় না। নিজের পড়াশোনার পাশাপাশি আপনার সন্তানের দেখভালও যাতে ঠিকমত করতে পারেন এজন্য 12  মাস পর্যন্ত মাসে 500  Euro করে Stipend  দেয়া হয় এই স্কলারশিপের আওতায়। আবেদন করার পদ্ধতিসহ এই স্কলারশিপের Details দেখুন এখানে। 
 
  • ডাচল্যান্ড স্টাইপেন্ডিয়াম-
জার্মানীতে Under graduate থেকে শুরু করে Post graduate লেভেলের যেকোনো বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে Dutchland স্টাইপেন্ডিয়াম এর জন্য apply করা যায়। এট মেরিট-Based scholarship । তাই এই scholarhip পাওয়ার ক্ষেত্রে একাডেমিক Result বেশি important । এই স্কলারশিপের আওতায় প্রতি মাসে 300 euro  stipend দেয়া হয়। বিস্তারিত এখানে পাবেন। 
 

 
বিশ্ববিদ্যালয়গুলোর অভ্যন্তরীণ স্কলারশিপ/provincial schoalrship
 

  • ফ্রাঙ্কফ্রুট School of finance and management  ডক্টরাল টিউশন waiver -
 ফ্রাঙ্কফ্রুট School of finance and management  এর ফাইন্যান্স, mathmatics , accounting এবং BUsiness administritation  ইংরেজি ভাষায় ডক্টরাল করার ক্ষেত্রে পুরো Tution ফি কভার করার জন্য এই টিউশন waiver দেয়া হয়ে থাকে। 4 year মেয়াদী এই PHD কোর্সগুলোতে প্রতি বছর 10  জনকে এই টিউশন waiver দেয়া হয়ে থাকে। কোর্সগুলোর বিস্তারিত এখানে গিয়ে চট করে দেখে ফেলতে পারেন।
 
  • কফি আনান এমবিএ scholarship -
 বার্লিনে অবস্থিত ইউরোপিয়ান SChool of management and technology তে  MBA করার ক্ষেত্রে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা শুধু এই স্কলারশিপের জন্য অ্তেঅ্যাপ্লাই  পারে। Per ye ar 5জনকে  এই scholarship  দেয়া হয়ে থাকে। Tution  fee ছাড়াও monthly stipend দেয়া হয় এই স্কলারশিপের আওতায়।  এই স্কলারশিপসহ  Europian স্কুল অব management এন্ড টেকনোলজিতে MBA এর বিদ্যমান স্কলারশিপগুলোর খবর পাবেন এখানে ।  


এর বাইরেও আরো কিছু স্কলারশিপ এবং ফেলোশিপ রয়েছে। আমরা চেষ্টা করবো এই পোস্টটিতে নিয়মিত তথ্য যোগ করে আরো সমৃদ্ধ করতে। তাই প্রয়োজনবোধে এই পোস্টটি আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারেন।  

সতর্কতাঃ

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।যেকোন তথ্যের জন্য সম্পুর্ন ফ্রিতে 
যোগাযোগ করুন আমাদের whatsapp=  বা  Imo =   নাম্বারে। আর আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে জয়েন হয়ে থাকুন যাতে সকল স্কলারশীপ এর খবর তাড়াতাড়ি পাইতে পারেন।

Contact for any Help:

১)   imo : 01762640156           ২) whatsapp : 01932384877                     ৩)  Wechat :  

৪)    Facebook Messenger         ৫) facebook group                   ৬)facebook page 

 ৭)  youtube channel 

সম্পাদনায়ঃ

Md khairul islam

Diploma : Dhaka Polytechnic Institute

Bsc Engineering: DUET

M.S.C :  Technical University of Berlin (Germany)

P.H.D:  Technical University of Berlin (Germany)

সার্বিক সহযোগিতায়ঃ

১)  

Md anamul islam

B.S.C: BUTEX

M.S.C : Qingdao university (china)

P.H.D: Qingdao University (China)

২) md inam fazle Rabbi

B.S.C :  BUET

M.S.C: Georgia Institute Of Technology (USA)

P.H.D :  Georgia Institute Of Technology (USA)

লেখকঃ

md md jubayer aaheli
B.s.c: university of Dhaka
M.S.c: Tsinghua University (china)
P.H.D : Technical University of Munich (Germany)
contacts:






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.