scrooling text

RED ALLERT

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি
যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে
যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।
যেকোন তথ্যের জন্য ফ্রিতে আমার whatsapp বা Imo তে যোগাযোগ করুন।

singapore government scholarship _ সিঙ্গাপুরে লাখ লাখ টাকার স্কলারশিপ সবকিছু তো ফ্রি আছেই সাথে চাকরির মত টাকাও দিবে

 সিঙ্গাপুরে স্কলারশীপ( singapore government scholarship) এর বিস্তারিত খুটিনাটিঃ

md shazzat hossain , Qingdao university china থেকেঃ

পরিশ্রমী ও বীরের জাতি হিসেবে বাঙালি জাতি।মেধা, পরিশ্রম আর দক্ষতা দিয়ে স্ব স্ব ক্ষেত্রে রাখছে অনন্য অবদান। সেই সঙ্গে যখন যোগ হচ্ছে উচ্চশিক্ষা আর দেশকে ছাপিয়ে দেশকে পরিচিত করছে বিশ্বব্যাপী। 


সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধ একটি দেশ।বিশ্বে প্রচলিত প্রায় সব বিষয়েই পড়ার সুযোগ রয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে।  এশিয়ার এই দেশটিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রয়েছে পড়াশোনার অনেক সুযোগ।



সিঙ্গাপুরে  যেসব বিষয়ে আবেদন করতে পারবেনঃ

  •  ব্যাচেলর ডিগ্রি
  •  মাস্টার ডিগ্রি
  •  ডক্টরেট ডিগ্রি 
  • ছাড়াও বিভিন্ন ডিপ্লোমা কোর্সের জন্য আপনি আবেদন করতে পারেন। 

ব্যাচেলর ডিগ্রির জন্য সাধারণত ৩-৫  বছর ফুলটাইম পড়াশোনা করতে হয়।  

মাস্টার ডিগ্রির জন্য সাধারণত এক থেকে তিন বছর 

 ডক্টরাল ডিগ্রির জন্য সাধারণত দুই থেকে পাঁচ বছরের ফুল টাইম স্টাডির প্রয়োজন হয়।

 সিঙ্গাপুরে অনেক খণ্ডকালীন  বা পার্ট্টাইম  কাজের সুযোগ রয়েছে। তবে খণ্ডকালীন কাজের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হতে পারে। কাজেই অনুমতি নিয়ে পার্ট টাইম কাজ করতে পারেন । আর সিঙ্গাপুরের ১ ঘন্টার 

বেতন  মিনিমাম  ৫০০ থেকে ২০০০ পর্যন্ত হতে পারে।


সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল নগরী এটা অন্তত সবারই জানা । আর তাই বৃত্তি নিয়ে পড়াশোনা করতে না এলে খরচ জোগাতে হিমশিম খাওয়াই স্বাভাবিক। তবে আজ অন্য একটি উপায় বাতলে দেবার চেষ্টা করব।

যাতে আপনি সহজে সেই দেশে নিজেকে প্রতিষ্টিত করতে পারেন।

তো চলুন জেন নেয় যাক

সিঙ্গাপুরে বিশ্বের খ্যাতনামা অনেক বিশ্ববিদ্যালয়ের  রয়েছে সান্ধ্যকালীন ক্লাস। এ সকল ক্লাসের জন্য উপস্থিতির ক্ষেত্রেও দেওয়া হয় শিথিলতা। ফি প্রদানের ক্ষেত্রেও থাকে কিস্তিতে প্রদানের সুব্যবস্থা । এছাড়া  ব্যাংকের চুক্তির জন্য ক্ষেত্রভেদে নামমাত্র সুদে থাকে ঋণের ব্যবস্থাও। 

 অনেক বিশ্ববিদ্যালয় দিচ্ছে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ। 

সিঙ্গাপুরের কর্মক্ষেত্রের ভাষা ইংরেজি। তাই বেশির ভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে আলাদা করে আইইএলটিএস বা টোফেল টেস্টের দরকার পড়ছে না।

আর যেহেতু IELTS OR TOEFL এর দরকার নেই কাজেই এটা একটা প্লাস পয়েন্ট ।


**singapore যে সকল প্রোগামের জন্য স্কলারশীপ দিয়ে থাকে তা হল:**

* ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং

*‎ বি এস সি ইঞ্জিনিয়ারিং

* মাষ্টারস প্রোগ্রাম

*‎ পিএইচডি প্রোগ্রাম

*‎ পোস্ট পিএইচডি

* ‎চাইনিজ ভাষা শিক্ষা

## >>>আপনি কিভাবে আবেদন করবেন জানতে চাইলে এখানে ক্লিক করুন 

Why Study in Singapore?

Though Singapore is a small country, it has a booming yet extremely stable economy
If you are looking for a destination for your study abroad, then the following are the good reasons for why to choose Singapore:

Reason 

 World-class education system  in all university

  • world class ranking of all university

The employment and career opportunities  after study

Become a part of the most competitive economy (singapore is richest)

  • Availability of various education grants so this is easy to get scholarship
  • No language barriers  because their language is englsish
  •  Live and enjoy the multicultural values 
  • Singapore is reasonably affordable so dont woory


you read why study in Singapore? i hope you enjoyed this article  So, want to study in Singapore. If yes, then get in touch  with imo facebook messenger or whatsapp
with us . 
our full details are in contact us page or go down bellow


About us

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।যেকোন তথ্যের জন্য সম্পুর্ন ফ্রিতে 
যোগাযোগ করুন আমাদের whatsapp=  বা  Imo =   নাম্বারে। আর আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে জয়েন হয়ে থাকুন যাতে সকল স্কলারশীপ এর খবর তাড়াতাড়ি পাইতে পারেন।

লেখকঃ

Md shazzat hossain

Diploma: Textile Engineering Institute , Dinajpur 

B.S.C Engineering: university of Dhaka( BTEC 3rd batch)

M.S.C:    QingDao university (china)

P.H.D:  QingDao university ( future plan)

সম্পাদনায়ঃ

Md khairul islam

Diploma : Dhaka Polytechnic Institute

Bsc Engineering: DUET

M.S.C :  Shanghai Institute of Technology

P.H.D:  Technical University of Berlin (Germany)

সার্বিক সহযোগিতায়ঃ

Md anamul islam

B.S.C: BUTEX

M.S.C : Qingdao university (china)

P.H.D: Qingdao University (China)

Contact for any Help:

১)   imo : 01762640156           ২) whatsapp : 01932384877                     ৩)  Wechat :  

৪)    Facebook Messenger         ৫) facebook group                   ৬)facebook page 

 ৭)  youtube channel 










কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.