scrooling text

RED ALLERT

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি
যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে
যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।
যেকোন তথ্যের জন্য ফ্রিতে আমার whatsapp বা Imo তে যোগাযোগ করুন।

KAUST ফেলোশিপ scholarship in saudi arabia

 saudi arabia fully funded scholarship program

কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি(KAUST) লোহিত সাগরের তীরে  অবস্থিত সৌদি আরবের অন্যতম একটি গ্র্যাজুয়েট লেভেলের প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এর মোট ৯০১ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩৩ জনই বিদেশী শিক্ষার্থী এবং ১৩৩ জন একাডেমিক স্টাফের মধ্যে ১৩০ জনই বিদেশী নাগরিক। গ্র্যাজুয়েট লেভেলে প্রকৌশল এবং প্রযুক্তি বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে বৈশ্বিক র‍্যাঙ্কিং এ এর অবস্থান ১৯৫ তম। কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজিতে ইংরেজি ভাষায় পাঠদান করা হয়ে থাকে। এটি সৌদি আরবের একমাত্র Co-Ed  বিশ্ববিদ্যালয়।


সম্প্রতি কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি এর ফল ২০২০  এর মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এতে আবেদন করতে পারবেন।  উল্লেখ্য যে ভর্তিকৃত সকল বিদেশী শিক্ষার্থীই কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি ফেলোশিপ পেয়ে থাকে।

এই ফেলোশিপের আওতায় যা যা পাবেন-

১। টিউশন ফি
২। মাসে প্রায় ১ লক্ষ ৩০ হাজার থেকে ২ লক্ষ ১০ হাজার বাংলাদেশী টাকা পর্যন্ত স্টাইপেন্ড
৩। আবাসন ভাতা
৪। মেডিকেল ও ডেন্টাল সম্পর্কিত ভাতা
৫। ক্ষেত্রবিশেষে স্থানান্তর ভাতা
 
 
যে যে বিষয়ে আবেদন করতে পারবেন- 

1. Bioscience 
2.Environmental Science and Engineering
3.Marine Science
4. Plant Science
5.Applied Mathematics and Computational Science
6.Computer Science
7.Electrical Engineering
8.Statistics
9.Chemical and Biological Engineering
10.Chemical Science
11.Earth Science and Engineering
12.Material Science and Engineering
13.Mechanical Engineering
 
 
আবেদনের যোগ্যতা- 

১। বাংলাদেশী নাগরিক হতে হবে
২। সংশ্লিষ্ট বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েটে সম্পন্ন করতে হবে বা আগস্টের আগে শেষ হতে হবে। কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজিতে ভর্তি হওয়া বর্তমান শিক্ষার্থীদের আন্ডারগ্র্যাজুয়েটের সিজিপিএ গড় ৪ এ ৩.৭
৩। আইইএলটিএসে প্রতিটি সেকশনে ন্যূনতম অভারঅল স্কোর ৬ বা টোফেল আইবিটিতে ন্যূনতম স্কোর ৭৯ থাকতে হবে।
 
 

 
 
আবেদন করতে যা যা লাগবে- 

1.স্টেটমেন্ট অব পারপাস
2.একাডেমিক সিভি
3. অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট/ মার্কশিট/ সার্টিফিকেট
4.৩ টি রেকোমেন্ডেশন লেটার
5.টোফেল/ আইইএলটিএস স্কোর
6. জিআরই স্কোর। জিআরই বাধ্যতামূলক নয়। তবে KAUST জিআরই স্কোরসহ আবেদনে উৎসাহিত করে থাকে। 


স্টেটমেন্ট অফ পারপাসের খুটিনাটি 

Statement of Purpose (SOP)- 2


 আবেদন করবেন যেভাবে 

অনলাইনে এখানে গিয়ে আবেদন করতে পারবেন। 
আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত।  

অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে- অনলাইন সাপোর্ট সেবা ​ । অনলাইন আবেদনের ক্ষেত্রে অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে  ইনবক্স করুন।  

ফল সেকেন্ড রাউন্ড  আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি এর যেকোন সাল।

সতর্কতাঃ

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।যেকোন তথ্যের জন্য সম্পুর্ন ফ্রিতে 
যোগাযোগ করুন আমাদের whatsapp=  বা  Imo =   নাম্বারে। আর আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে জয়েন হয়ে থাকুন যাতে সকল স্কলারশীপ এর খবর তাড়াতাড়ি পাইতে পারেন।

Author  and writer:

md imran chowdhury
B.s.c: university of Dhaka
M.S.c: Tsinghua University (china)
P.H.D : Technical University of Munich (Germany)
contacts:

সম্পাদনায়ঃ

Md khairul islam

Diploma : Dhaka Polytechnic Institute

Bsc Engineering: DUET

M.S.C :  Technical University of Berlin (Germany)

P.H.D:  Technical University of Berlin (Germany)

সার্বিক সহযোগিতায়ঃ

১)  

Md anamul islam

B.S.C: BUTEX

M.S.C : Qingdao university (china)

P.H.D: Qingdao University (China)

২) md inam fazle Rabbi

B.S.C :  BUET

M.S.C: Georgia Institute Of Technology (USA)

P.H.D :  Georgia Institute Of Technology (USA)

Contact for any Help:

১) imo : 01762640156           ২) Facebook Messenger       ৩) whatsapp : 01932384877

৪) Wechat :                          ৫) facebook group                   ৬)facebook page 

 ৭)  youtube channel 






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.