scrooling text

RED ALLERT

মনে রাখবেন পৃথিবীর কোন স্কলারশীপ পাইতে ১ টাকাও লাগে না । বরং প্রায় সকল স্কলারশীপে আপনি
যোগ্যতার বলে ফ্রিতে পাবেন। এমনো হতে পারে আপনাকে বিমান ভাড়া সেই দেশে খাবার টাকা সহ দিয়ে নিয়ে
যায়। কাজেই কোন বেইমান, প্রতারক, এজেন্ট , বা কথিত চোররুপি বড় ভাই এর কবলে পড়বেন না।
যেকোন তথ্যের জন্য ফ্রিতে আমার whatsapp বা Imo তে যোগাযোগ করুন।

তুর্কি বুর্সলারি স্কলারশিপ Turkey Government fully funded scholarship program

Turkey Government fully funded scholarship program


প্রতিবছরের ধারাবাহিকতায়  তুরস্ক সরকার তুরস্ক স্কলারশিপ  বা তুর্কি বুর্সলারি স্কলারশিপ  এর জন্যে আবেদন আহবান করেছে।  এই স্কলারশিপের আওতায় তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি করা যাবে। উল্লেখ্য যে, আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে বাংলাদেশি শিক্ষার্থীরা মেডিকেল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং সহ আরো অনেক বিষয়ে পড়তে পারবে। এখানে সার্চ করে এভেইলেবল প্রোগ্রাম এবং তাদের রিকোয়ারমেন্ট দেখতে পারবেন।  যারা ইতিমধ্যে YÖS পরীক্ষা দিয়েছেন বা দেয়ার জন্য আবেদন করেছেন তারাও  এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।  এক্ষেত্রে YÖS ভাল স্কোর থাকলে টপ ইঞ্জিনিয়ারিং স্কুলগুলোতে সুযোগ পাওয়ার ভাল সম্ভাবনা থাকবে। আজকে থেকে আবেদন শুরু হচ্ছে। তাই আবেদন করতে চাইলে প্রস্তুতি শুরু করে দিন।

যোগ্যতা থাকা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে অনেকে প্রাথমিক সিলেকশনেই বাদ পড়ে যান। প্রতিবারই এরকম হয়। তাই সঠিকভাবে আবেদনের প্রতি জোর দিন।  নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করার জন্য আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। নিজে নিজে আবেদনের ক্ষেত্রেও সঠিক তথ্য পেতে অফিশিয়াল সাইট এবং পেজ  ফলো করুন। অনেক ফেসবুক পেজ, গ্রুপ আমাদের পোস্ট কার্টেসি ছাড়া পোস্ট করে। পর্যাপ্ত অভিজ্ঞতা এবং জানার ওভাবে এধরণের গ্রুপ-পেজ পরে অনেকক্ষেত্রে আবেদনে বিভিন্ন সমস্যার সমধানে মিসলিডিং তথ্য দেয়। তাই সতর্ক হোন। অন্তত স্কলারশিপের অফিশিয়াল সাইট থেকে যাচাই করে নিন।
 
Chinese Govt. Scholarship এর আওতায় Under-graduate, Masters, Ph.D, General/Senior Scholar কোর্সের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে চায়না সরকারি স্কলারশিপ এর জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।  এই স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা চীনে পড়ার সুযোগ পাবে। এবার সবমিলিয়ে মোট ৩২ জন বাংলাদেশিকে এই স্কলারশিপ দেয়া হবে।  সিজিএস/সিএসসি (CGS/CSC) নামে অধিক পরিচিত এই স্কলারশিপের বিস্তারিত নিয়েই আজকের আয়োজন। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত। 


স্কলারশিপের আওতায় যা যা পাবেন- 

১। রেজিস্টেশন ফি,
২। টিউশন ফি,
৩। আবাসন ফি, 
৪। আন্ডারগ্রাজুয়েট লেভেল শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা ২৫০০ ইউয়ান যা বাংলাদেশী টাকায় প্রায় ৩১ হাজার টাকা 
৫। মাস্টার্স ও ডক্টরেল লেভেলে ছাত্র/ছাত্রীদের জন্য মাসিক খরচ হিসেবে যথাক্রমে ৩০০০ ইউয়ান ও ৩৫০০ ইউয়ান প্রদান করা হবে। যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৭ হাজার ও ৪১ হাজার টাকা। 

তবে, ল্যাবরেটরি ও ইন্টার্নশিপ ফি এবং যাতায়াত খরচ নিজেদের বহন করতে হবে। উল্লেখ্য পার্শিয়াল স্কলারশিপের আওতায় উপরের এক বা একাধিক সুবিধা পাওয়া যাবে। 



আবেদনের যোগ্যতা- 

১) বাংলাদেশের নাগরিক হতে হবে। অবশ্যই সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

২) অন্য কোনো স্কলারশিপ বা ফান্ডিং এর জন্য মনোনীত হওয়া যাবে না।

২) স্নাতক প্রোগ্রামে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাশ এবং বয়স অবশ্যই ২৫ এর চেয়ে কম হতে হবে।

৩) মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী এবং বয়স অবশ্যই ৩৫ এর চেয়ে কম হতে হবে।

৪) ডক্টরেল প্রোগ্রামে আবেদনের জন্য উচ্চ মাস্টার্স ডিগ্রিধারী এবং বয়স অবশ্যই ৪০ এর চেয়ে কম হতে হবে।

৫) General Scholar প্রোগ্রামে আবেদনের জন্য ন্যূনতম ২ বছরের স্নাতক ডিগ্রিধারী এবং বয়স অবশ্যই ৪৫ এর চেয়ে কম হতে হবে।  Senior Scholar প্রোগ্রামে আবেদনের জন্য মাস্টার্স ডিগ্রিধারী অথবা সহযোগী অধ্যাপক(অথবা তার উপরে) এবং বয়স অবশ্যই ৫০ এর চেয়ে কম হতে হবে।


আবেদন করতে যা যা লাগবে- 

১। সত্যায়িত একাডেমিক সার্টিফিকেট। যে প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করা হয়েছে সেখান থেকে সত্যায়িত করা কপি লাগবে জমা দেয়া ক্ষেত্রে। 

২। একাডেমিক ট্রান্সক্রিপ্ট। 

৩। স্টাডি প্ল্যান। আন্ডাগ্র্যাজুয়েটের ক্ষেত্রে ২০০, নন-ডিগ্রী প্রোগ্রামে ৫০০ এবং মাস্টার্সের ক্ষেত্রে কমপক্ষে ৮০০ শব্দের হতে হবে।

৪। মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে ২ টি রেকোমেন্ডেশন লেটার সহযোগী অধ্যাপক বা অধ্যাপক নিতে হবে।

৫।  ফিজিকাল এক্সামিনেশন ফরম ।

৬। আইইএলটিএস বা এইচএসকে যদি থাকে।

৭। চীনা বিশ্ববিদ্যালয়ের অফার লেটার যদি থাকে।  

৮। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটা ছাড়া আবেদন গৃহীত হবে না। 


আবেদন করবেন যেভাবে- 

প্রথমে অনলাইনে এখানে আবেদন করতে হবে। এরপর এখানে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। পুরো অনলাইন আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে এবং সংশ্লিষ্ট বিষয়ে গাইডলাইন পেতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। 

=================================================================

Contact for any Help: আমাদের সাথে সরাসরি যোগাযোগ ও ফ্রি পরামর্শ পেতে সরাসরি যোগাযোগ করূণ

১)   imo : +8801762640156           ২) whatsapp : +8801932384877                     ৩)  Wechat : Shazzat24

৪) facebook group                                ৫)   facebook page 

==================================================================


উপরোক্ত ২ টি আবেদন কালার প্রিন্ট করে উপরে বর্নিত ডকুমেন্টগুলো সহ একটি বড় খামে ভরে নিচের ঠিকানায় গিয়ে জমা দিতে হবে 

Joint Secretary (Scholarship)
Secondary & Higher Education Division
Ministry of Education
Room No- 1706, Building No- 06,
Bangladesh Secretariat, Dhaka-1000

খামের উপরে Tracking Number, Program প্রাপক, প্রেরক ও প্রোগ্রামের নাম লিখতে হবে। যাদের পক্ষে  এসে জমা দেয়া সম্ভব না তারা আমাদেরকে আবেদন সেট কুরিয়ার করতে পারেন। 
অনলাইনে আবেদনের শেষ সময়- ৩১ ডিসেম্বর  বিকাল ৪ টা। 
ডকুমেন্ট জমা দেয়ার শেষ সময়- ৩১ ডিসেম্বর   বিকাল ৪ টা ৩০। 

Author  and writer:

md imran chowdhury
B.s.c: university of Dhaka
M.S.c: Tsinghua University (china)
P.H.D : Technical University of Munich (Germany)
contacts:

সম্পাদনায়ঃ

Md khairul islam

Diploma : Dhaka Polytechnic Institute

Bsc Engineering: DUET

M.S.C :  Technical University of Berlin (Germany)

P.H.D:  Technical University of Berlin (Germany)

সার্বিক সহযোগিতায়ঃ

১)  

Md anamul islam

B.S.C: BUTEX

M.S.C : Qingdao university (china)

P.H.D: Qingdao University (China)

২) md inam fazle Rabbi

B.S.C :  BUET

M.S.C: Georgia Institute Of Technology (USA)

P.H.D :  Georgia Institute Of Technology (USA)

Contact for any Help:

১) imo : 01762640156           ২) Facebook Messenger       ৩) whatsapp : 01932384877

৪) Wechat :                          ৫) facebook group                   ৬)facebook page 

 ৭)  youtube channel 


আরো স্কলারশিপ সম্পর্কে জানুনঃ

১) চায়না স্কলারশিপ  ২)  সৌদি আরবে স্কলারশীপ   ৩) অন্যান্য স্কলারশিপ  ৪) chineese Government scholarship

৫ ) csc scholarship   ৬) Germany  full funded scholarship   ৭)  Textile  full funded scholarship  

8)  Other  full funded scholarship 9) usa  full funded scholarship









কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.